Home Second Lead অক্টোবরে কমে গেল তৈরি পোশাক রপ্তানি

অক্টোবরে কমে গেল তৈরি পোশাক রপ্তানি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: সদ্য সমাপ্ত অক্টোবরে আবার কমে গেল তৈরি পোশাক রপ্তানি।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর  পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, অক্টোবরে তৈরি পোশাক রপ্তানিতে আয় হয়েছে ২৩২ কোটি ৩৭ লাখ ডলার। গত বছরের অক্টোবরের তুলনায় এই আয় ১৯ কোটি ৬১ লাখ ডলার কম। ২০১৯ সালের অক্টোবরে তৈরি পোশাক রপ্তানি করে আয় হয়েছিল ২৫১ কোটি ৯৮ লাখ ডলার।

কেবল গত বছরের একই সময়ের তুলনায় কমে গেছে তা নয়, গত সেপ্টেম্বর মাসের তুলনায়ও হ্রাস পেয়েছে।  সেপ্টেম্বরে তা  ছিল ২৪১ কোটি ৩৪ লাখ ডলার। সেই হিসাবে অক্টোবরে আয় কমেছে ৮ কোটি ৯৭ লাখ মার্কিন ডলার।

চলতি ২০২০-২০২১ অর্থবছরের প্রথম চার মাসের হিসাবেও প্রবৃদ্ধি নেতিবাচক। এ সময়ে মোট রপ্তানি আয় ১০৪৫ কোটি ডলার। বিগত অর্থবছরে একই সময়ে তা ছিল ১০৫৭ কোটি ৭৪ লাখ ডলার। এবার আয় কমেছে ১.২ শতাংশ।