না ফেরার দেশে চলে গেলেন সরকারি হাজী মোঃ মো্হসীন কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক কাজী মোঃ নূরুল হক, রবিবার ১০ জানুয়ারি সকাল ১১ টায় চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।( ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
রবিবার বাদ মাগরিব হাজি মোহাম্মদ মহসিন কলেজ মাঠে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রাত দশটায় দ্বিতীয় জানাজা শেষে তাঁকে তাঁর নিজ গ্রাম মিরসরাইয়ের মিঠানালায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি দুই ছেলে দুই মেয়ে, ৭ নাতি নাতনী ও
দুই ছোট ভাই রেখে গেছেন।
হক-হোসাইন খ্যাত নব্বই এর দশকের জনপ্রিয় এবং বহুল পঠিত হিসাবিজ্ঞান বইয়ের উনি অন্যতম লেখক ছিলেন। এছাড়া এ পর্যন্ত সব মিলিয়ে ৩২টি বই লিখেছেন। নব্বইয়ের দশকে তিনি ছিলেন ডিগ্রি ও অনার্স লেভেলের হিসাববিজ্ঞান বইয়ের অপ্রতিদ্বন্দ্বী লেখক।
মূলত উচ্চশিক্ষায় হিসাববিজ্ঞানের বাংলা ভার্সনের বই লিখে বিত্ত ও খ্যাতির শিখরে উঠে গিয়েছিলেন তিনি। ছিলেন মানুষ গড়ার কারিগর। ছাত্র-শিক্ষক-কর্মচারীসহ সকলের কাছে তিনি অত্যন্ত প্রিয়ভাজন শিক্ষক ও মানুষ হিসেবে সমাদৃত ছিলেন। তিনি একাধারে শিক্ষক, গবেষক,মেনটর ছিলেন।
-সংবাদ বিজ্ঞপ্তি