- ১৪ বছরের কিশোরী খুন বাবার হাতে
বিজনেসটুডে২৪ ডেস্ক
পারিবারিক সম্মান রক্ষার নামে ১৪ বছরের মেয়েকে খুন করেছে ইরানের এক পিতা। তথাকথিত এই ‘অনার কিলিং’ এর ঘটনায় গোটা দেশ বিক্ষুব্ধ। অভিযুক্ত পিতাকে গ্রেপ্তার করা হয়েছে।
ইরানের রাষ্ট্রপতি এই অনার কিলিং নিষিদ্ধ করার জন্য আইন করার নির্দেশ দিয়েছেন।
গত সপ্তাহে এ নৃশংসতা সংঘঠিত হয়েছে রাজধানী তেহরান থেকে ৩২০ কিলোমিটার উত্তরে তালেশ-এ। অভিযোগ রেজা আশরাফি তার মেয় রোমিনা আশরাফিকে হত্যা করেছে। ঘুমের মধ্যে রোমিনার গলা কেটে দেয়া হয়েছে কাস্তে গিয়ে।
অনার কিলিংয়ের শিকার রোমিনার প্রেমের সম্পর্ক ছিল ৩৫ বছর বয়সী একজনের সাথে। তার সাথে বিয়ে দিতে রাজি ছিলেন না রেজা আশরাফি। রোমিনা বাড়ি ছেড়ে পালিয়ে যায় প্রেমিকের সাথে।
পুলিশ খুঁজে বের করে রোমিনাকে বাড়িতে পাঠিয়ে দেয়। সে বারবার বাড়ি না পাঠানোর আকুতি জানিয়েছিল। পাঠালে তাকে মেরে ফেলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল। কিন্তু তার অনুরোধে সাড়া দেয়নি পুলিশ। এ ঘটনাই তার অকাল মৃত্যু ডেকে আনে। অভিযোগ উঠেছে, গত বৃহস্পতিবার রাতে তার রুমে ঢুকে তাকে খুন করে তার বাবা।
স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল গিলখাবার জানিয়েছে, হত্যা শেষে নিজেই কাস্তেসহ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন ও নিজের দোষ স্বীকার করে নিয়েছেন রেজা আশরাফি ।
আশরাফি হত্যার ঘটনায় ইরানজুড়ে তীব্র ক্ষোভ দেখা গেছে।
এ ঘটনার পর ইরান সরকার অনার কিলিং নিষিদ্ধ করতে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। আলোচ্য ঘটনার বিচার বিশেষ ট্রাইবুনালে করারও নির্দেশ দেয়া হয়েছে।
ইরানের আইন অনুসারে, গৃহ নির্যাতন বা অনার কিলিংয়ে কোনো পরিবারের সন্তানদের হত্যা বা শারীরিকভাবে আঘাত করার ঘটনায় বাবা বা পরিবারের অন্য সদস্যদের শাস্তির পরিমাণ কমিয়ে দেয়া হয়। কোনো ব্যক্তি যদি তার মেয়েকে খুনের দায়ে দোষী সাব্যস্ত হন তাহলে তাকে ৩ থেকে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড দেয়ার নিয়ম রয়েছে সেখানে। যদিও অন্যান্য খুনের ক্ষেত্রে সাধারণত অর্থ বা মৃত্যুদণ্ড দেয়া হয়।