Home আন্তর্জাতিক ‘অনেক খেয়েছেন, আবার খাবেন, ৬ মাস খাওয়া বন্ধ রাখুন’

‘অনেক খেয়েছেন, আবার খাবেন, ৬ মাস খাওয়া বন্ধ রাখুন’

কলকাতা: ফের একবার দলীয় সভায় বেফাঁস মন্তব্য করে বিতর্ক বাড়ালেন কোচবিহার জেলার দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। দলীয় সভায় তৃণমূলের নেতা-কর্মীদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, অনেক খেয়েছেন, আগামী দিনেও খাবেন। কিন্তু আপাতত ৬ মাস খাওয়া বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন তিনি। আর তাঁর এই মন্তব্য নিয়েই তোলপাড় রাজ্য রাজনীতি।

শনিবার দিনহাটার নিগমনগর হাইস্কুলের মাঠে তৃণমূলের এক কর্মীসভায় যোগ দিয়েছিলেন দিনহাটার বিধায়ক। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিজেপি কর্মীরা যদি ভোট লুঠ করতে আসে তাহলে ঝাঁটা হাতে তাদের মোকাবিলা করতে হবে। কিন্তু তার সঙ্গেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর পদ্ধতি বাতলে দেন তিনি। আর সেটা করতে গিয়েই এই মন্তব্য করে ফেলেন উদয়ন।

উনিশের লোকসভায় উত্তরবঙ্গে একটিও আসন পায়নি শাসকদল তৃণমূল কংগ্রেস। তার মধ্যে কোচবিহারও রয়েছে। আর তার জন্য তৃণমূলের নেতা-কর্মীদের দায়ী করেছেন উদয়ন। তাঁর বক্তব্য, মানুষের অধিকার ও প্রাপ্য কেড়ে খাওয়ার জন্যই এই ভরাডুবি হয়েছে। সেটা যাতে আগামী দিনে না হয় তার জন্য দলীয় কর্মীদের সতর্ক করে দেন বিধায়ক।

উদয়ন বলেন, “গত লোকসভায় আমরা হেরেছিলাম কারণ আমাদের নেতা-কর্মীরা মানুষের খাবার কেড়ে নিয়েছিল। তার জন্য আমিও কিছুটা দায়ী। কিন্তু একুশের বিধানসভায় জিততে গেলে মানুষের খাবার কেড়ে নিলে চলবে না। এখন মানুষকে খাওয়ার সুযোগ দিন। অনেক খেয়েছেন। আবার খাবেন। কিন্তু আগামী ৬ মাস খাওয়া বন্ধ রাখুন।”

 

দিনহাটার বিধায়ক আরও বলেন, “এখন না খেলে আগামী দিনে খাওয়ার সুযোগ পাবেন। আর এখন খেলে আগামী দিনে মানুষ আর খাওয়ার সুযোগ দেবে না। এবার ভাবুন আপনারা কী করবেন।”

উদয়নের এই মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। দলের অন্দরে বিতর্ক বেড়েছে। অস্বস্তিতে পড়েছে শাসকদল। একজন বিধায়ক এভাবে প্রকাশ্য সভায় মানুষের থেকে কেড়ে খাওয়ার কথা স্বীকার করছেন। তাহলে তো তিনি বকলমে বিরোধীদের অভিযোগকেই মান্যতা দিচ্ছেন। ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগ দেওয়া উদয়নের এই মন্তব্যকে হাতিয়ার করে বিরোধীরা প্রচারে নামবে এমনটাই আশঙ্কা করছে জেলা নেতৃত্ব।

অন্যদিকে স্থানীয় এক বিজেপি নেতা জানিয়েছেন, বিধায়ক প্রকাশ্য সভায় বলছেন আগেও তাঁরা মানুষের অধিকার কেড়ে খেয়েছেন, আগামী দিনেও খাবেন। এর থেকেই পরিষ্কার মানুষের জন্য নয়, নিজেদের স্বার্থে রাজনীতি করছেন তাঁরা। উত্তরবঙ্গের মানুষ লোকসভা নির্বাচনেই তৃণমূলকে এর জবাব দিয়েছে। বিধানসভায় গোটা রাজ্যের মানুষ জবাব দেবে।-দি ওয়াল