বিজনেসটুডে২৪ প্রতিনিধি, বগুড়া: শহরের মাটিডালি এলাকার হোটেল ড্রিম প্যালেসে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৯ নারীসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশি সূত্র জানায়, শহরেরর ঐ আবাসিক হোটেলটিতে অনৈতিক কার্যকলাপের অভিযোগ পেয়ে রবিবার রাতে অভিযান পরিচালিত হয়। এ সময়ে ১৬ জনকে হাতেনাতে আটক করা হয়। তাদের ৯ জন নারী এবং ৭ জন পুুরুষ। বগুড়া, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা এলাকায় এদের বাড়ি বলে জানিয়েছে।
বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক রাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।