Home সারাদেশ অবসরে গেলেন অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য

অবসরে গেলেন অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য

 

বিজনেসটুৃডে২৪ প্রতিনিধি

মৌলভীবাজার: অবসরে গেলেন কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য। ৩৩ বছর এই কলেজে শিক্ষকতা জীবন সম্পন্ন করে গত ৩১ ডিসেম্বর তিনি গেছেন অবসরে।

এ উপলক্ষে কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের আয়োজনে মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে কলেজ মিলনায়তনে এক সংবর্ধনার আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ (ভার.) উপাধ্যক্ষ মো. আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও প্রভাষক সিপার আহমদের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল কলেজে তাঁর কর্মময় জীবনের আলোকপাত করে বলেন, ছাত্রজীবনে এক সময় এ কলেজের ছাত্র ছিলেন। আবার ছাত্রজীবন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৮৩ ইং ব্যাচে এমএসসি সম্পন্ন করে ১৯৮৬ সালে কুলাউড়া কলেজে অবৈতনিক শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর থেকে বিভিন্ন চরাই-উৎরাই পার হয়ে একই কলেজ থেকে বিভিন্ন সময়ে পদোন্নতি নিয়ে অধ্যক্ষ পদ থেকে গেল বছরের ২০২১ সালের ৩১ ডিসেম্বর তাঁর চাকুরী জীবনের পরিসমাপ্তি ঘটান।

তিনি বলেন, বেসরকারি পর্যায় থেকে কুলাউড়া ডিগ্রি কলেজকে আজ কুলাউড়া সরকারি কলেজে প্রতিষ্ঠিত করতে যত ভুলক্রটি রয়েছে তার দায়-দায়িত্ব তাঁর, আর সকল সফলতার দায়িত্ব আমার প্রাণপ্রিয় সহকর্মীদের।

তিনি তাঁর সকল কাজে সহযোগিতার জন্য সহকর্মীদের কৃতজ্ঞতা জানিয়ে কলেজের উন্নয়নে অধ্যক্ষ (ভার.) উপাধ্যক্ষ মো. আব্দুল হান্নানকে তেমনিভাবে কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সহযোগিতার আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী।

আরও বক্তব্য রাখেন- কলেজের সহকারী অধ্যাপক একেএম শাহজালাল ও সহকারী অধ্যাপক সজিব কুমার ভৌমিক, প্রভাষক রহিমা সুলতানা সেফা, প্রভাষক বদরুল ইসলাম, প্রভাষক মাঞ্জুরুল ইসলাম, প্রভাষক সঞ্জিত কুমার দাস, প্রধান করনিক মনীন্দ্র কুমার নাথ, প্রদর্শক সৈয়দ মোশাররফ আলী প্রমুখ।

সভা শেষে বিদায়ী সংবর্ধিত অধ্যক্ষকে কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

উল্লেখ্য, কুলাউড়া পৌর শহরের মাগুরা নিবাসী ও কুলাউড়া শহরের প্রাচীনতম রাম গোপাল ফার্মেসীর সত্ত্বাধিকারী অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য।