Home দিল্লি আহত ছেলের বদলে ‘ভুল’ করে পক্ষাঘাতগ্রস্ত বাবার অস্ত্রোপচার

আহত ছেলের বদলে ‘ভুল’ করে পক্ষাঘাতগ্রস্ত বাবার অস্ত্রোপচার

সংগৃহীত ছবি

বিজনেসটুডে২৪ ডেস্ক: দুর্ঘটনায় আহত হয়েছিলেন মণীশ নামে এক যুবক। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁর অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। এরপর,  আহত যুবকের অস্ত্রোপচার না করে চিকিৎসকেরা তাঁর পক্ষাঘাতগ্রস্ত বাবার অস্ত্রোপচার করেছেন। এটা কী করে সম্ভব হল, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এই ভয়াবহ অভিযোগরাজস্থানের কোটা মেডিক্যাল কলেজের বিরুদ্ধে।

মণীশের অভিযোগ, একটি দুর্ঘটনার পর তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাঁকে মানসিকভাবে শক্তি দিতে এসে পৌঁছান তাঁর অসুস্থ বাবা। মণীশের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ভর্তি করে নেয়। শনিবার অস্ত্রোপচারের জন্য নির্ধারিত সময়ে অস্ত্রোপচারের তোড়জোড় শুরু হয়। এদিকে তাঁর বাবা অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করছিলেন। কিন্তু তারপর যা ঘটল, তা দেখে সকলের চোখ ছানাবড়া হয়ে যায়।

মণীশ জানান, “আমার একটি দুর্ঘটনা ঘটেছিল। জখম হওয়ার পর কাউকে না পেয়ে আমি বাবাকে ফোন করে হাসপাতালে আসতে বলি। শনিবার আমার অপারেশন হওয়ার কথা ছিল। সেজন্য আমি বাবাকে ওটি-র বাইরে অপেক্ষা করতে বলেছিলাম। আমাকে ওটিতে নিয়ে যাওয়ার পর কী হয়েছে জানা নেই, কিন্তু পরে দেখি আমার বাবার শরীরে ৫-৬টি সেলাই করা হয়েছে। আমিও এই অবস্থায় পড়ে আছি। আমি এখন কী করতে পারি?”

অন্যদিকে মণীশের বাবার বক্তব্য, যিনি অপারেশন করেছিলেন, তাঁর নাম জানা নেই। কোটা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ সঙ্গীতা সাক্সেনা এই ঘটনায় হাসপাতাল সুপারকে তদন্ত কমিটি গঠন করতে বলেছেন। ইতিমধ্যেই ৩ সদস্যের কমিটির কাছে ২-৩ দিনের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে।

ডাঃ সঙ্গীতা সাক্সেনা জানান, “আমি সুপারিনটেনডেন্টকে একটি কমিটি গঠন করতে এবং ২-৩ দিনের মধ্যে একটি রিপোর্ট জমা দিতে বলেছি। তারা তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। তারা তদন্ত করে কী ঘটেছে তা জানাবে।”