Home Second Lead আইপিএলের নিলামে ঘোষকের হার্ট অ্যাটাক

আইপিএলের নিলামে ঘোষকের হার্ট অ্যাটাক

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

আইপিএলের নিলাম চলছিল, দর উঠছিল ক্রিকেটারের। দশ কোটি, এগারো কোটিতে যাচ্ছিল নিলামের দর। এত বড় চেহারার লোকটি যে ঘোষণা করতে করতে মাটিতে আছড়ে পড়বেন, ভাবাই যায়নি। সঙ্গে সঙ্গে নিলাম পর্ব শেষ হয়ে গিয়ে ওই বিদেশীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হয়।

আচমকা নিলামের যিনি ঘোষক, সেই বিদেশী মাটিতে আছড়ে পড়লেন। সবাই অবাক হয়ে যান। সৌরভ, জয় শাহরা মুখ চেপে বসে পড়েন। শাহরুখ কন্যা সুহানা চিৎকার করে ওঠেন। ডায়াস উল্টে মাটিতে সজোরে পড়ে যান ওই লম্বা চওড়ার ঘোষক। সকলেই হতচকিত হয়ে দৌড়াদৌড়ি শুরু করেন।

 

শনিবার বেলা ১২ টা থেকে বেঙ্গালুরুতে আইপিএলের নিলাম শুরু হয়। প্রথম ঘণ্টাদুয়েক কোনওরকম কোনও অসুবিধা হয়নি। তারইমধ্যে শ্রীলঙ্কার খেলোয়াড় ওয়ানিন্দু হাসারাঙ্গার নাম ওঠে। তাঁর বেস প্রাইজ ছিল এক কোটি টাকা। তাঁকে নিয়ে রীতিমতো দড়ি টানাটানি শুরু হয় সানরাইজার্স হায়দরাবাদ এবং পঞ্জাব কিংসের। শেষের দিকে আগ্রহ দেখায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও। তাঁর দাম ১০ কোটি টাকা ছাড়িয়ে যায়। সেই দর কষাকষির মধ্যেই আচমকা অসুস্থ হয়ে পড়েন নিলামকারী এডমিডিস। তার জেরে সাময়িকভাবে স্থগিত হয় নিলাম।

২০১৮ সালে জয়পুরে আইপিএল-এর নিলাম করেন তিনি। প্রথম বার সেটাই তাঁর আইপিএল নিলাম। চার বছর পর ফের আইপিএল-এর মেগা নিলামে অংশ নেওয়ার জন্য উৎসাহিত ছিলেন তিনিও। প্রথম বার দুই দিনের আইপিএল নিলামের সঞ্চালনা করছিলেন তিনি।

১ কোটি টাকার বেস প্রাইসের হাসারাঙ্গার জন্য দর হাঁকে সানরাইজার্স হায়দরাবাদ। লড়াইয়ে যোগ দেয় পঞ্জাব কিংস। শেষ মুহূর্তে আরসিবি আগ্রহ দেখায় হাসারাঙ্গাকে নিয়ে। হাসারাঙ্গার দাম ১০ কোটি ছাড়িয়ে যায়। তবে বিডের মাঝেই নিলামকারী হিউজ এডমিডিস অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন মাটিতে। ফলে সাময়িকভাবে বন্ধ রাখা হয় নিলাম। নির্ধারিত সময়ের আগেই লাঞ্চের বিরতি নেওয়া হয়।

আট কোটি ২৫ লাখ রুপিতে ধাওয়ানকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। ৫ কোটি রুপিতে রবিচন্দ্রন অশ্বিনকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। সানরাইজার্স হায়দরাবাদের সাবেক অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ছয় কোটি ২৫ লাখ রুপিতে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এবারের নিলামে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামি ক্রিকেটার শ্রেয়াস আইয়ার। ১২ কোটি ২৫ লাখ রুপিতে তাঁকে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইয়ার গত মৌসুমে খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।

বাংলাদেশের সাকিব আল হাসান অবিক্রীত রয়ে গেছেন। নিলামে তাঁর নাম ওঠার পর এই অলরাউন্ডারকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কোনো দলই। কলকাতা দলে ভিড়িয়েছে গত কয়েক মৌসুমে তাদের হয়ে খেলা প্যাট কামিন্সকে। অজি ক্রিকেটারের দাম উঠেছে সাত কোটি ২৫ লাখ রুপি।

সাকিব ছাড়াও এবারের নিলামে নাম রয়েছে আরো চার বাংলাদেশি ক্রিকেটারের। তাঁরা হলেন মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।