Home First Lead আইপি ইস্যু বন্ধ, হিলিতে পেঁয়াজের দাম বাড়ছে

আইপি ইস্যু বন্ধ, হিলিতে পেঁয়াজের দাম বাড়ছে


বিজনেসটুডে২৪ প্রতিনিধি


হিলি: পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় সরবরাহ কমায় পাঁচদিনের ব্যবধানে হিলিতে আমদানীকৃত ও দেশীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৪-৫ টাকা। 


সরেজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, ভারতীয় পেঁয়াজ কয়েক দিন আগে ২২-২৪ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ২৭-২৮ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে দেশীয় পেঁয়াজ আগে ৩০-৩২ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৩৫-৩৬ টাকায় বিক্রি হচ্ছে।


হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রমজান হোসেন বলেন, চার-পাঁচদিন আগে যে পেঁয়াজ কিনেছি ২০-২২ টাকা কেজি দরে, কয়েক দিনের ব্যবধানে সেই পেঁয়াজের দাম বেড়ে ২৮ টাকা হয়ে গেছে। লকডাউনে কাজ কমে যাওয়ায় আয়-উপার্জন নেই বললেই চলে। এর ওপর রমজান মাস চলছে। এ অবস্থায় যদি পেঁয়াজের দাম বাড়ে তাহলে আমরা বিপদে পড়ে যাব। আর দেশীয় পেঁয়াজের গায়ে তো হাত দেয়া যাচ্ছে না। ৩০ টাকার পেঁয়াজ এখন ৩৫-৩৬ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।


হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা ফিরোজ হোসেন বলেন, আইপি শেষ হয়ে যাওয়ায় গত ২৯ এপ্রিল থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। এতে দেশের বাজারে পণ্যটির সরবরাহ কমায় দাম বাড়তে শুরু করেছে।


হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, মন্ত্রণালয় থেকে নতুন করে কোনো আইপি ইস্যু করা হয়নি। ফলে আপাতত পেঁয়াজ আমদানি বন্ধ থাকবে।