বিজনেসটুডে২৪ ডেস্ক
ফের বড় মাপের প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে আইসল্যান্ডে। ৪৮ ঘন্টায় ৭০০ বার ভূমিকম্প অনুভূত হয়েছে সেখানে। আর তা থেকে বড়সড় প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে সেখানে। আগ্নেয়গিরি জেগে উঠতে পারে বলে গ্রিন্ডাভিক-সহ দেশের বেশ কয়েকটি এলাকায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। সেসব এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া শুরু করেছে সংশ্লিষ্ট প্রশাসন।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, উত্তর ইউরোপের এই দেশটিতে ৪৮ ঘণ্টায় ৭০০টি ভূমিকম্প হয়েছে। দেশের দক্ষিণ পশ্চিমের রেকিয়ান্স উপদ্বীপে শনিবার রাত থেকে কয়েক সেকেন্ডের ব্যবধানে পরপর ভূমিকম্প শুরু হয়। সোমবার সকালেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল উপদ্বীপের গ্রিন্ডাভিক গ্রাম থেকে মাত্র তিন কিলোমিটার দূরে। গ্রামটির হাজার চারেক বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছে। যে ভাবে পরপর ভূমিকম্প হয়েছে, তাতে বড় মাপের ক্ষতি হতে পারে। প্রবল বিস্ফোরণের ধাক্কায় মাটি ফুঁড়ে জন্ম নিতে পারে নতুন আগ্নেয়গিরি। এই পরিস্থিতিতে গ্রিন্ডাভিকসহ দেশের বেশ কয়েকটি এলাকায় জরুরি অবস্থাও জারি করে প্রশাসন।
জানা গিয়েছে, গত মাসের শেষ দিক থেকে আইসল্যান্ডের শুধু মাত্র রেকিয়ান্স উপদ্বীপেই গত দেড় মাসে অন্তত ২৪ হাজার বার কম্পন অনুভূত হয়েছে। থর থর করে কেঁপে উঠল আইসল্যান্ড। ৪৮ ঘণ্টার মধ্যে ৭০০ বার কম্পন অনুভূত হয়। এর মধ্যে বেশ কয়েকবার জোরালো কম্পন অনুভূত হয়েছে। সর্বাধিক কম্পনের মাত্রা ২.৭ রেকর্ড করা হয়েছে।