বিজনেসটুডে২৪ ডেস্ক
ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০১৯ পঞ্জিকা বর্ষের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়া হয়েছে নির্বাচন কমিশনের কাছে।
প্রচার সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ও উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বুধবার এই হিসাব জমা দিয়েছেন। সেই অনুসারে ২০১৯ সালের শেষে আওয়ামী লীগের সর্বমোট অর্থের পরিমাণ ৫০ কোটি ৩৭ লাখ ৪৩ হাজার টাকা। এর মধ্যে নগদ ৫ লাখ ১৩ হাজার ৭১৭ টাকা এবং ব্যাংকে ৫০ কোটি ৩২ লাখ ২৯ হাজার ৮৭৬ টাকা। সব মিলিয়ে তহবিল ৫০ কোটি ৩৭ লাখ ৪৩ হাজার ৫৯৩ টাকা।
২০১৯ পঞ্জিকা বছরে দলটির আয় হয়েছে ২১ কোটি ২ লাখ ৪১ হাজার ৩৩০ টাকা। আর ব্যয় হয়েছে ৮ কোটি ২১ লাখ ১ হাজার ৫৭৫ টাকা। ২০১৯ সালে দেয়া হিসাব অনুযায়ী, ২০১৮ সালে উদ্বৃত্ত ছিল ৩৭ কোটি ৫৬ লাখ ৩ হাজার ৮৩৮ টাকা।