বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: ইউএস বাংলা এয়ারলাইন্স আজ রবিবার থেকে ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট শুরু করছে। খুব শিগগিরই ঢাকা থেকে কক্সবাজার ও রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস–বাংলা।
করোনা পরিস্থিতিতে সব ধরনের স্বাস্থ্যবিধি পালন করে ফ্লাইট পরিচালনা হবে বলে জানান সংস্থাটির জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম।
বরিশাল পথে প্রতিদিন একটি ফ্লাইট পরিচালনা করা হবে।বিকেল সোয়া ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বরিশাল বিমান বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর প্রতিদিন বরিশাল থেকে ছাড়বে বিকেল ৫টা ২৫ মিনিটে।”
ঢাকা থেকে বরিশালে নূন্যতম ভাড়া আড়াই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান কামরুল ইসলাম।
আরও জানান, ইউএস–বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে ব্র্যান্ডনিউ এটিআর ৭২–৬০০ এয়ারক্রাফট ও ড্যাশ ৮–কিউ৪০০ দিয়ে ফ্লাইট পরিচালনা করছে। এ সংস্থার কাছে ৬টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২–৬০০, ৩টি ড্যাশ ৮–কিউ৪০০ ও ৪টি বোয়িং ৭৩৭–৮০০–সহ ১৩টি এয়ারক্রাফট রয়েছে।