Home আন্তর্জাতিক আড়াই ঘণ্টা অস্ত্রোপচারের পর কেমন অছেন ছোটে নবাব?

আড়াই ঘণ্টা অস্ত্রোপচারের পর কেমন অছেন ছোটে নবাব?

বিজনেসটুডে২৪ ডেস্ক:

সাইফ আলি খান এখন বিপন্মুক্ত। প্রায় আড়াই ঘণ্টা ধরে তাঁর অস্ত্রোপচার হয়েছে। বৃহস্পতিবার দুপুরের কিছু পরে তার সহযোগী দলের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘সাইফ আলি খানের অস্ত্রোপচার হয়েছে এবং এখন তিনি বিপন্মুক্ত। অভিনেতা ধীরে ধীরে সেরে উঠছেন, চিকিৎসকরা তাঁকে সব সময় নজর রাখছেন। পরিবারের সমস্ত সদস্য নিরাপদে আছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা ধন্যবাদ জানাতে চাই লীলাবতী হাসপাতালের চিকিৎসক দলকে। অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদেরও ধন্যবাদ জানাতে চাই, এই সময় প্রার্থনা করেছেন তাঁরা।’

বান্দ্রায় ‘সৎগুরু শরণ বিল্ডিং’ নামে একটি আবাসনে থাকেন সাইফ, তাঁর স্ত্রী তথা বলিউড অভিনেত্রী করিনা কাপুর এবং তাঁদের দুই সন্তান, আট বছরের তৈমুর ও চার বছরের জেহ। বুধবার রাত ২টো নাগাদ সাইফের বাড়িতে ঢোকে এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। সেই সময় পরিবারের সকলে ঘুমোচ্ছিলেন। আওয়াজ পেয়ে উঠে পড়েন সইফ। অভিনেতার সঙ্গে দুষ্কৃতীর হাতাহাতি হয়। এরপর ওই দুষ্কৃতী ছুরি দিয়ে কোপাতে থাকে সাইফকে । হাসপাতাল সূত্রের খবর, ৬ বার তাঁকে কোপানো হয়েছে। গলায়, হাতে এবং পিঠে গুরুতর চোট লেগেছে। জখম অভিনেতাকে ভর্তি করানো হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। সেখানে তাঁর অস্ত্রোপচার হয়েছে।

মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) দীক্ষিত গেদাম বলেন, ‘এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি সাইফ আলি খানের বাড়িতে ঢোকে। তার পর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয়। অভিনেতার চিকিৎসা চলছে। তদন্ত শুরু হয়েছে।’ ওই ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে ঢুকেছিল বলে অনুমান পুলিশের। এই ঘটনায় পুলিশ তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

https://www.instagram.com/reel/DE38PhYT1X7/?utm_source=ig_embed&ig_rid=e4081a0a-5250-48a5-9de8-6981ab55668b