বিজনেসটুডে২৪ প্রতিনিধি
সিলেট: নারী কনস্টেবলের সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস ক্লোজড হয়েছেন
বৃহস্পতিবার তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এসএমপি কমিশনার নিশারুল আরিফ।
ওই নারী কনস্টেবলের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছুটিতে থাকা ওই নারী কনস্টেবলের ছুটি ইতিমধ্যে বাতিল করা হয়েছে।
কোর্ট পুলিশ সূত্র জানায়, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস ছুটিতে থাকা এক নারী কনস্টেবলকে কোর্ট বিল্ডিংয়ে নিজ কার্যালয়ে নিয়ে আসেন।
একপর্যায়ে কক্ষের দরজা খোলা এবং ভেতরে আলো নেভানো দেখে অন্য পুলিশ সদস্যরা ওই কক্ষে ঢোকেন। আলো জ্বালিয়ে তারা ইন্সপেক্টর প্রদীপ ও নারী কনস্টেবলকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। ঘটনায় ইন্সপেক্টর প্রদীপ কুমার দাসকে ক্লোজড ও নারী কনস্টেবলের ছুটি বাতিল করা হয়েছে।