চট্টগ্রাম সিটি কর্পোরেশন রাজস্ব বিভাগ ৩নং সার্কেলের অধীন ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড ও ৩৫নং বক্সিরহাট মহল্লার হোল্ডিং মালিকদের পৌরকর পুন:মূল্যায়নে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে টাইগারপাস চট্টগ্রাম সিটি কর্পোরেশন অফিসের কনফারেন্স রুমে আপিল শুনানি অনুষ্ঠিত হয়েছে।
মোট ৫০ জন হোল্ডিং মালিক আপিল আবেদন করলেও শুনানিতে মোট ৩০ জন হোল্ডিং মালিক অংশ নেন।
সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, রিভিউ বোর্ডের সদস্য রাজনীতিক এডভোকেট সুনীল কুমার সরকার, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সাধারণ সম্পাদক এস এম শহিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
শুনানিকালে বেশিরভাগ হোল্ডিং মালিক করোনা পরিস্থিতিতে ব্যবসার মন্দাভাব ও নিজ বাসগৃহের পৌরকর প্রদানের ক্ষেত্রে বেশি ধার্য্য করা হয়েছে উল্লেখ করে ছাড়ের অনুরোধ করেন।
রিভিও বোর্ডের সদস্যরা এ সময় কর্পোরেশন কোনো রকম কর বৃদ্ধি করেনি জানিয়ে বলেন, ঘর ভাড়া দেয়ার সাথে কর প্রদানের কোনো সম্পর্ক নাই।
তারা বলেন, নগরীর কোনো অধিবাসীর যদি ভাড়ায় দেয়া ঘর না ও থাকে, সেক্ষেত্রে নিজ গৃহের পরিধি অনুযায়ী তাকে কর প্রদান করতে হবে। আর যদি ঘর ভাড়া দেয়া হয় সে ক্ষেত্রে করের আওতা বাড়বে। তবে করোনাকালীন সময়ে মানুষের জীবন জীবিকায় প্রভাব পড়ায় নগরবাসীর ওপর অন্যায়ভাবে কোনোরূপ করারোপ করা হবে না বলে আপিল আবেদনকারী হোল্ডিং মালিকদের আশ্বস্ত করেন।
-সংবাদ বিজ্ঞপ্তি