Home Third Lead বেসিক ব্যাংকের বাচ্চু ও তার পরিবারের সম্পদ ক্রোকের আদেশ

বেসিক ব্যাংকের বাচ্চু ও তার পরিবারের সম্পদ ক্রোকের আদেশ

শেখ আবদুল হাই বাচ্চু

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু ও তার পরিবারের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। বাচ্চুর পরিবারের অন্য সদস্যরা হলেন- স্ত্রী শিরিন আকতার, ছেলে শেখ ছাবিদ হাই অনিক, মেয়ে শেখ রাফা হাই ও বাচ্চুর ভাই শেখ শাহরিয়ার পান্না।

চার্জশিটের আড়াই মাসেও ধরাছোঁয়ার বাইরে বেসিক ব্যাংকের বাচ্চু। তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন, আবদুল হাই বাচ্চু এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির বেশ কিছু মামলা রয়েছে। ওই মামলা থাকা অবস্থায় তাদের নামীয় বসুন্ধরা আবাসিক এলাকার জমি সম্প্রতি বিক্রির চেষ্টা করছেন বলে জানা গেছে। ওই সম্পত্তি যাতে বিক্রি করতে না পারেন, সে কারণে ক্রোক করা দরকার।

আদালত আদেশের কপি জেলা প্রশাসক ও ঢাকা জেলা রেজিস্টারকে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য তাদের বলা হয়েছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক জানান, বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলায় ৯৪ কোটি ৭৫ লাখ টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ক্যান্টনমেন্ট বাজার এলাকার ৩০.২৫ কাঠা জমি ১১০ কোটি টাকায় কেনা হলেও আসামিরা পরস্পর যোগসাজশে এর দাম দুটি দলিলে মাত্র ১৫ কোটি ২৫ লাখ টাকা মূল্য দেখান। অবশিষ্ট ৯৪ কোটি ৭৫ লাখ টাকা আসামি শেখ আবদুল হাই বাচ্চু, তার স্ত্রী, ভাই ও সন্তানদের নামে হস্তান্তর স্থানান্তর রূপান্তরের মাধ্যমে অপরাধলব্ধ অর্থ গোপন করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এতে আরও বলা হয়, আসামি আমিন আহমেদ শেখ আবদুল হাই বাচ্চুর অবৈধ অর্থ বৈধতা প্রদানে সরাসরি সহায়তা করেছেন। এ ছাড়া এর মাধ্যমে আসামি শেখ আবদুল হাই বাচ্চু সরকারের ৮ কোটি ৫২ লাখ ৭৫ হাজার টাকা রাজস্ব ও ফাঁকি দিয়েছেন।

এর আগে গত ১২ জুন বাচ্চুর বিরুদ্ধে বেসিক ব্যাংকের ২ হাজার ২৬৫ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় চার্জশিট দেয়। দুদকের দায়ের করা ৫৯টি মামলার মধ্যে ৫৮টিতেই আসামি করা হয় ব্যাংকটির সাবেক এই চেয়ারম্যানকে।