বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) প্রতিষ্ঠাকালীন ট্রাস্ট এডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্টের (ইএসটিসিডিটি) চেয়ারম্যান আবদুল হাই সরকার সম্প্রতি ঢাকা ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তিনি আইইউবি এবং চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য।
আবদুল হাই সরকার পূর্বাণী গ্রুপের কর্ণধার ও ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান। তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সাবেক প্রেসিডেন্ট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক ভাইস চেয়ারম্যান ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক পরিচালক।
বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাকালীন সদস্য আবদুল হাই যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল কটন অ্যাসোসিয়েশনের অ্যাসোসিয়েট ডিরেক্টর।
অতি সম্প্রতি তিনি ইন্টারন্যাশনাল চেম্বারস অব কমার্সের (আইসিসি) এক্সিকিউটিভ বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত হন।