Home First Lead আবারও কেমিক্যাল গুদামে আগুন: প্রাণ গেল ৪ জনের

আবারও কেমিক্যাল গুদামে আগুন: প্রাণ গেল ৪ জনের

আরমানিটোলার এই ভবনে আগুন। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: আবারও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪ জন মারা গেছে।

রাজধানীর পুরান ঢাকার বংশালে বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলা খেলার মাঠের পাশে একটি ছয়তলা ভবনের নিচতলায় ঐ কেমিক্যার গোডাউন। শুক্রবার (২৩ এপ্রিল) ভোর ৩টা ১৮ মিনিটে সেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে এ পর্যন্ত ৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। তাদের মধ্যেতিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-ইডেন মহিলা কলেজের ছাত্রী সুমাইয়া আক্তার (২২), ওই ভবনের নিরাপত্তা কর্মী ওয়ালীউল্ল্যাহ ও রাসেল। ভবনের ৫ম তলায় মৃত চারজনের মধ্যে দুইজনের লাশ পাওয়া গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন নিয়ন্ত্রণে তাদের ১৯টি ইউনিট কাজ করে। তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।  

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা। ভবনের বিভিন্ন ফ্ল্যাট ও ছাদে আটকা পড়েন বাসিন্দারা। তাদেরকে ছাদ থেকে এবং বারান্দা ও জানালার গ্রিল কেটে বের করে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ঘটনায় ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তাদের একজন দগ্ধ ও কয়েকজন ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন। আহতদের রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।