Home Second Lead আবার বাড়লো সোনার দাম

আবার বাড়লো সোনার দাম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: বিশ্ববাজারে সোনার দাম বাড়লে দেশের বাজারেও সেভাবে নির্ধারণ করা হয়। কিন্তু এবারে বিশ্ববাজারে বৃদ্ধি পায়নি, অন্যান্য কারণ দেখিয়ে বাড়ানো হলো । শুক্রবার থেকে ২২ ক্যারেটের প্রতিভরি ৭৬,৪৫৮ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানিয়েছে, করোনার জেরে বিরাজমান অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের কারণে মার্কিন ডলারের দুর্বল অবস্থান, তেলের দরপতন এবং পর্যাপ্ত আমদানি না হওয়ায় দাম বেড়ে গেছে বুলিয়ন মার্কেটে।

সমিতির সভাপতি এনামুল হক জানান, ব্যাগেজ রুলসের আওতায় স্বল্প পরিমানে স্বর্ণ আসছে দুবাই ও সিঙাপুর থেকে। আর দুবাই ও ‍সিঙাপুরের মুদ্রার বিপরীতে টাকা দুর্বল হয়েছে। তাই দর বাড়ানো হয়েছে।

শুক্রবার থেকে ২২ ক্যারেটের ভরি ৭৬,৪৫৮ টাকা, ২১ ক্যারেট ৭৩,৩০৮ টাকা, ১৮ ক্যারেট ৬৪,৫৬০ টাকা।

এর আগে, গত ১০ সেপ্টেম্বর দেশের বাজারে দাম বাড়ানো হয় ভরিতে ১৭৫০ টাকা। তখন বিশ্ববাজারে প্রতি আউন্সের দাম ছিল ১৯৪৫ ডলার। পরবর্তী কয়েক দিনে দর মোটামুটি স্থিতিশীল।