গত সপ্তাহে টেসলার শেয়ারদর কমে যাওয়ায় বিশ্বের সেরা বিত্তশালীর তকমা হারিয়েছিলেন এলন মাস্ক। শীর্ষে ফিরেছিলেন অ্যামাজন কর্তা জেফ বাজোস। মাস্কের আর এক সংস্থা স্পেস এক্স-এর শেয়ারদরে উত্থান শীর্ষস্থান ফিরিয়ে দিল মাস্ককে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স অনুযায়ী মাস্কের বর্তমান সম্পদের পরিমাণ ১৯৯.৯ বিলিযন মার্কিন ডলার। অন্যদিকে, জেফ বাজোসের সম্পদের পরিমাণ ১৯৪.২ বিলিয়ন মার্কিন ডলার।
স্পেস এক্সে ৮৫০ মিলিয়ন ডলার লগ্নি করেছে সিকোয়া ক্যাপিটালের নেতৃত্বাধীন বিনিয়োগকারী গোষ্ঠী। এর ফলে স্পেস এক্সের বাজারমূল্য হয়েছে ৭৪ বিলিয়ন মার্কিন ডলার। যার হাত ধরে প্রায় ১১ বিলিয়ন ডলার সম্পদ বেড়েছে মাস্কের। সম্প্রতি বিটকয়েনে লগ্নি করেছেন তিনি। তারপর থেকেই নাগাড়ে দাম বাড়ছে বিটকয়েনের। এছাড়াও অনেক কম জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি ডোজকয়েন-এও লগ্নি করেছেন এলন মাস্ক। তাঁর ছোঁয়ায় ডোজকয়েন লাভবান হয় কিনা, এখন সেটা দেখার।
-বিজনেসটুডে২৪ ডেস্ক