*সয়াবিন তেল ১০০টাকা লিটার
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত লকডাউন ও ঈদুল আজহাকে সামনে রেখে কম দামে পণ্য সরবরাহ করতে আবারও ট্রাক সেল চালু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
সোমবার (৫ জুলাই) সকাল থেকে এ ট্রাক সেল শুরু হয়েছে।
ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে আগামী ২৯ জুলাই পর্যন্ত পণ্য সামগ্রী বিক্রি করা হবে বলে জানান টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক প্রধান জামাল উদ্দিন।
তিনি বিজনেসটুডে২৪কে বলেন, করোনায় সাধারণ ক্রেতাদের কথা চিন্তা করে প্রতিটি ট্রাকে আগের চেয়ে বেশি তেল, ডাল ও চিনি সরবরাহ করা হবে।আজ থেকে ২২ টি পয়েন্ট, চকবাজার ধুনীরপুল, জামালখান মোড়, আন্দরকিল্লা, মুরাদপুর, ২ নম্বর গেট, চান্দগাঁও, কাটগড়, স্টিলমিল বাজার, ইপিজেড থানার সামনে, বন্দর থানার সামনে, আগ্রাবাদের হোটেল সাংরিলার সামনে, চট্টগ্রাম আদালতের সামনে, আলকরণ, নিউমার্কেট মোড়, বিবিরহাট, উত্তর কাট্টলী, হালিশহরে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে।
একজন ক্রেতা দৈনিক ২-৪ কেজি চিনি, ২ কেজি ডাল এবং ২-৫ লিটার ভোজ্যতেল কিনতে পারবেন।ট্রাকে কেজিপ্রতি ৫৫ টাকা দরে চিনি ও ডাল এবং লিটারপ্রতি ১০০ টাকা দরে সয়াবিন তেল পাওয়া যাবে।
বর্তমানে টিসিবির প্রতিটি ট্রাকে ৭০০কেজি চিনি, ৪০০ কেজি মসুর ডাল এবং ১০০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ রাখা হয়েছে। সামনে বরাদ্দ আরও বাড়বে বলে জানান তিনি।