বিজনেসটুডে২৪ ডেস্ক
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সোমবার সরাসরি বললেন, মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু তাঁর সরকারের বিরুদ্ধে চক্রান্ত করেছিলেন। তাঁর উস্কানিতেই বিরোধীরা সংসদে অনাস্থা প্রস্তাব পেশ করেন।
সংসদের ডেপুটি স্পিকার জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে অনাস্থা প্রস্তাব নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, এই মুহূর্তে অনাস্থা প্রস্তাবের ওপরে ভোটাভুটি হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। একইসঙ্গে ডেপুটি স্পিকার দাবি করেন, অনাস্থা প্রস্তাবের মধ্যে দিয়ে একটি বিদেশী শক্তি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায়।
সোমবার তেহরিক ই ইনসাফ দলের এক বৈঠকে ইমরান তাঁর সমর্থকদের বলেন, ডোনাল্ড লু তাঁর বিরোধীদের মদত দিচ্ছেন। লু হলেন মার্কিন বিদেশ দফতরের দক্ষিণ এশিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত কূটনীতিক। আমেরিকা ওই অভিযোগ অস্বীকার করেছে। বিরোধীরা ‘বিদেশী ষড়যন্ত্রের’ অভিযোগ নিয়ে বিদ্রুপ করেছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিযোগ, আমেরিকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আসাদ মাজেদকে লু বলেছিলেন, ইমরান যদি আস্থা ভোটে জয়ী হন, তাহলে পরিণতি খুব খারাপ হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমেরিকার নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতের সঙ্গে মার্কিন অফিসারদের বৈঠক হয়েছিল। সেই বৈঠকে কী কথা হয়েছিল, তার বিবরণ পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে পেশ করা হয়।
নিরাপত্তা পরিষদের সদস্যরা মেনে নেন, বিদেশ থেকে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার চক্রান্ত হয়েছিল। ইমরানের কথায়, “আল্লাকে ধন্যবাদ, অনাস্থা প্রস্তাব ব্যর্থ হয়েছে।” পাকিস্তানের প্রধানমন্ত্রীর মতে, বিরোধীরা এখন আতঙ্কে রয়েছেন। তাঁরা জানেন না, তাঁদের ভাগ্যে কী ঘটবে।