বিজনেসটুডে২৪ ডেস্ক: বাবা আমির খানের সঙ্গে বেশ কিছুদিন মেয়ে ইরা খানের দেখা হয়নি। মুম্বই না থাকার কারণে বাবার জন্মদিনেও আসতে পারেননি ইরা। তাই মুম্বইয়ে ফিরে প্রথমেই বাবার কাছে ছুটে এলেন তনি। বাবা আমির খানের সঙ্গে কাটালেন দীর্ঘ সময়।
তারপরও ফেরার সময় বাবা যখন গাড়িতে তুলে দিতে এলেন, আবেগ আর ধরে রাখতে পারলেন না ইরা। ছোটবেলার মতো বাবার কাঁধে মুখ গুঁজে কেঁদে ফেললেন। বাবার সঙ্গে কয়েক দিন দেখা হয়নি ঠিকই। কিন্তু সেই সময়সীমা এতটাও বেশি নয়, যে প্রকাশ্যে চোখের জল ফেলতে হবে। তা হলে কি বাবার নতুন সম্পর্ক নিয়ে খুশি নন ইরা? সেই কারণেই তড়িঘড়ি ছুটে এসেছেন বাবার কাছে? আপাতত এমনই কিছু প্রশ্ন উঠছে।
বেঙ্গালুরু নিবাসী গৌরী স্প্র্যাটের সঙ্গে আমির প্রেমের কথা সবাই জানে। আমির নিজেই তাঁর জন্মদিনে প্রকাশ্যে এনেছেন প্রেমিকাকে। সকলের সঙ্গে গৌরীর পরিচয় করিয়ে দিয়েছেন। যদিও বাবার জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না মেয়ে ইরা। কিন্তু শহরে ফিরতেই একটুও সময় নষ্ট না করে ছুটে এসেছেন বাবার কাছে। ইরা যে আমিরের ভীষণ কাছের, সেটা বিভিন্ন ঘটনায় বার বার প্রমাণিত হয়েছে।
প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর মানসিক ভাবে দুর্বল হয়ে পড়েছিলেন ইরা। সেই সময় ইরাকে সামলেছিলেন আমির। শুধু তাই নয়, দাঁড়িয়ে থেকে ইরার বিয়েও দিয়েছিলেন আমির। গোটা পরিবারকে এক জায়গায় এনেছিলেন আমির। ফলে বাবার প্রতি তাঁর যে অধিকার একটু বেশি, সেটা বিভিন্ন সময় নিজেও বুঝিয়েছেন ইরা। নেটিজেনদের অনেকেই মনে করছেন, ইরা হয়তো বাবার এই প্রেমটা মেনে নিতে পারছেন না।