Home আন্তর্জাতিক মার্কিন ড্রোন হামলায় নিহত আয়মান আল-জাওয়াহিরি

মার্কিন ড্রোন হামলায় নিহত আয়মান আল-জাওয়াহিরি

আয়মান আল-জাওয়াহিরি

বিজনেসটুডে২৪ ডেস্ক

আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত আল-কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরি , টুইট করে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস সূত্রে খবর, শনিবার বিকেলে আমেরিকার ড্রোন হামলায় আল-কায়দা প্রধানের মৃত্যু হয়েছে। যদিও এর আগে আল জাওয়াহিরির নিহত খবর মিলেছিল। কিন্তু পরে জানা যায়, তিনি বহাল তবিয়তেই বেঁচে আছেন।

টুইটারের মার্কিন প্রেসিডেন্ট বাইডেন লিখেছেন, “শনিবার, আমার নির্দেশে, মার্কিন যুক্তরাষ্ট্র সফলভাবে আফগানিস্তানের কাবুলে ড্রোন হামলা চালায়। এই হামলায় আল-কায়দার আমির (প্রধান), আয়মান আল-জাওয়াহিরি নিহত হয়েছে। যথার্থ বিচার হয়েছে।”

৯/১১ হামলার ২০তম বর্ষপূর্তিতে আল কায়দা প্রধান আল জাওয়াহিরির ) একটি ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে। অসুস্থতার কারণে যাঁর মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল, সেই জাওয়াহিরিকেই রীতিমতো ভিডিও বার্তা দিতে দেখা গিয়েছেল। ওসামা বিন লাদেনের পর আল কায়দার প্রধান হন জাওয়াহিরি। দায়িত্ব নেওয়ার পর থেকেই আড়ালে চলে গিয়েছিলেন তিনি। ২০২০ সালে হঠাৎই তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। অসুস্থতার কারণে আল কায়দা প্রধানের মৃত্যু হয়েছে বলেও প্রচার হয়। কিন্তু পরে রাষ্ট্রপুঞ্জের এক রিপোর্টে জানা যায়, তিনি বেঁচে আছেন। সেই রিপোর্টে আরও জানা যায়, জাওয়াহিরি ঘাঁটি গেড়ে রয়েছেন আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলের কোনও এক জায়গায়।

ওসামা বিন লাদেন বেঁচে থাকাকালীনই তিনি ছিলেন ছিলেন সংগঠনের দু’নম্বর নেতা। পেশায় চিকিৎসক। দায়িত্ব নিয়ে জাওয়াহিরি ঘোষণা করেছিলেন, ওসামার অসমাপ্ত কাজ তাঁকেই শেষ করতে হবে। তাঁর মাথার দাম ছিল আড়াই কোটি মার্কিন ডলার। যৌবনেই তিনি জড়িয়ে পড়েছিলেন জেহাদি আন্দোলনে। বিন লাদেনের মতো তিনিও সোভিয়েত বিরোধী জেহাদি লড়াইয়ে অংশ গ্রহণ করতে আফগানিস্তান যান। সেখানেই ঘাঁটি গাড়েন।