Home Third Lead আরও এক ইউপি চেয়ারম্যান ৬ সদস্য বরখাস্ত

আরও এক ইউপি চেয়ারম্যান ৬ সদস্য বরখাস্ত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ১ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ৬ ইউপি সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। ত্রাণ নিয়ে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

মঙ্গলবার (০৫ মে) স্থানীয় সরকার বিভাগ হতে সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হবার পর নিয়ে মোট ৪৯ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তাদের মধ্যে ১৮ জন ইউপি চেয়ারম্যান, ২৯ জন ইউপি সদস্য, জন জেলা পরিষদ সদস্য এবং জন পৌরসভার কাউন্সিলর।

আজ সাময়িকভাবে বরখাস্ত হলেন– মাদারীপুর জেলার সদর উপজেলার শিরখাড়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার। এছাড়া সাময়িকভাবে বরখাস্তকৃত ইউনিয়ন পরিষদ সদস্যরা হলো বাগেরহাট জেলার রামপাল উপজেলার পেড়িখালী ইউপি ১নং ওয়ার্ডের রুবেল ইজারাদার ওরফে বাবুল মেম্বার,নড়াইল জেলার সদর উপজেলার মাইজপাড়া ইউপি নং ওয়ার্ডের মোসোহরাব হোসেন বিশ্বাস, শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বিলাসপুর ইউপি ৯নং ওয়ার্ডের মোসেলিম মোল্লা, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুবিদপুর ইউপি ৮নং ওয়ার্ডের রেজাউল করিম খান সোহাগ, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউপি নং ওয়ার্ডের মুজিবুর রহমান এবং , নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য সাহিদা বেগম রূপা