বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: দুবাইয়ের আলোচিত সোনা ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারদণ্ড দেওয়া হয়েছে তাকে।
মঙ্গলবার (৯ মে) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ ও মেট্রো বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মুর্শিদ আহাম্মদের আদালত এ রায় ঘোষণা করেন।
ওই আদালতের বেঞ্চ সহকারী আবুল কাশেম এই তথ্য নিশ্চিত করে বলেন, পলাতক আসামি আরাভ খানের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।
রবিউলের বিরুদ্ধে এই মামলায় ১০ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয় । রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) এ কে এম সালাহউদ্দিন।