Home আন্তর্জাতিক আর্থিক বৃদ্ধিতে আমেরিকাকে টপকে যাচ্ছে চিন

আর্থিক বৃদ্ধিতে আমেরিকাকে টপকে যাচ্ছে চিন

ছবি সংগৃহীত

কোভিডের ধাক্কায় বিশ্ব অর্থনীতি বেসামাল। অর্থনীতিবিদরা বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে বা তার পরেও বিশ্ব অর্থনীতিতে এই বড় অভিঘাত দেখা যায়নি যা করোনা পরিস্থিতিতে হয়েছে। কিন্তু তাতে যে চিনের বিশেষ ক্ষতি হয়নি তা আরও একটি সমীক্ষা রিপোর্টে উঠে এল।

ব্রিটেনের সর্বোচ্চ অর্থনৈতিক পরামর্শদাতা সংস্থা ‘সেন্টার ফর ইকনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ’ তাদের রিপোর্টে বলেছে, ২০২৮ সালের মধ্যে আর্থিক বৃদ্ধিতে আমেরিকাকে টপকে যেতে চলেছে চিন। শুধু তাই নয়। আর্থিক বৃদ্ধির নিরিখে জাপানকে টপকে তিন নম্বরে উঠে আসতে পারে ভারত। সেক্ষেত্রে জাপান চলে যাবে চার নম্বরে। চারে থাকা জার্মানি চলে যাবে পাঁচে এবং পঞ্চম স্থানে থাকা ব্রিটেন ষষ্ঠ স্থানে থাকতে পারে।

ওই সংস্থা তাদের রিপোর্টে ব্যাখ্যা করেছে, চিন কোভিডে পরিস্থিতি দারুণ ভাবে মোকাবিলা করেছে। উহান বাদ দিয়ে সারা দেশের কোথাও সে ভাবে সংক্রমণ ছড়ায়নি। ফলে অর্থনৈতিক গতি শ্লথ হয়নি। অভ্যন্তরীণ বাজারে বিশেষ কোনও প্রভাব পড়েনি কোভিডের। উল্টোদিকে আমেরিকার অবস্থা তথৈবচ।

সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, ২০২১ থেকে ’২৫ সাল পর্যন্ত প্রতি বছর গড়ে ৫.৭ শতাংশ আর্থিক বৃদ্ধি ঘটবে চিনের। ২০২৬ থেকে ’৩০ পর্যন্ত বৃদ্ধির গতি কিছুটা কমলেও, ওই ৪ বছরে অন্তত ৪.৫ শতাংশ করে আর্থিক বৃদ্ধি ঘটবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। উল্টোদিকে আমেরিকার আর্থিক বৃদ্ধি প্রতি বছর ১.৯ শতাংশ করে হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে।

ব্রিটেনের অর্থনৈতিক পরামর্শদাতা সংস্থাটি বলেছে, চিন কোভিড মোকাবিলায় শুরু থেকে সক্রিয় ছিল। অন্য দিকে আমেরিকা কিছুটা গা ছাড়া দেখায়। তার ফলেই মার্কিন মুলুকে কোভিডের বিস্তার অনেক সাংঘাতিক ভাবে হয়েছে। যা মার্কিন অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে।

বিজনেসটুডে২৪ ডেস্ক