Home আকাশ পথ বড় বিপদ থেকে রক্ষা পেলেন আলাস্কার ১৭৭ যাত্রী

বড় বিপদ থেকে রক্ষা পেলেন আলাস্কার ১৭৭ যাত্রী

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

বিমানবন্দরের রানওয়ে ছেড়ে সবে বিমানটি আকাশে পাড়ি দিয়েছিল। যাত্রীরা তখনও নিজের নিজের জায়গায় ঠিকঠাকভাবে গুছিয়ে বসতে পারেননি। সিটবেল্ট বাঁধা সকলের। আচমকাই খুলে যায় প্লেনের দরজা। হুহু করে হাওয়া ঢুকতে শুরু করে প্লেনের মধ্যে। তড়িঘড়ি বিমানটি জরুরি অবতরণ করানোর হয়। বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন আলাস্কা এয়ারলাইন্সের যাত্রীরা।

জানা গেছে, শুক্রবার রাতে পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আলাস্কা এয়ারলাইন্সের ফ্লাইট বোয়িং ১২৮২ ক্যালিফোর্নিয়ার দিকে রওনা দিয়েছিল। বিমানে ১৭১ জন যাত্রী ছিলেন। আর ৬ জন বিমানকর্মী। কিন্তু উড়ান শুরু করার সঙ্গে সঙ্গেই বড় বিপদের সম্মুখীন হয়।

 

সংবাদমাধ্যম সূত্রে খবর, বিমানবন্দর ছেড়ে আলাস্কা এয়ারলাইন্সের ওই বিমানটি মাটি থেকে ১৬ হাজার ফুট ওপরে উঠে যায়। সেই সময় আচমকাই হাওয়ার দাপটে প্লেনের একটি দরজা খুলে যায়। তড়িঘড়ি বিমানটি ফের পোলান্ড বিমানবন্দরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন পাইলট।