Home Uncategorized আল্পসের বরফ গলতেই ‘ব্রেকিং নিউজ’- ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী

আল্পসের বরফ গলতেই ‘ব্রেকিং নিউজ’- ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী

লন্ডন: “দ্য হিন্দু” এর প্রথম পাতা! “দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী!!” মেরারজি দেশাইকে বিপুল ভোটে হারিয়ে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা গান্ধী – লিখেছিল ন্যাশনাল হেরাল্ড। বেরিয়ে এল দুমড়ে-মুচড়ে যাওয়া অথচ দিব্যি পাঠযোগ্য এমনই অন্তত হাফ ডজন সর্বভারতীয় দৈনিক। শুধু প্রথম পাতা নয়,  প্রায় সব পাতা। সব কাগজই ১৯৬৬ সালের ২০ থেকে ২৪ জানুয়ারির। সেই ২৪, যে-দিন আল্পসের সর্বোচ্চ শৃঙ্গ ফ্রান্সের মঁ ব্লাঁ-র কাছে আছড়ে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান ‘কাঞ্চনজঙ্ঘা’।

সেই বিমান, যাতে মুম্বই (তখন বম্বে) থেকে লন্ডন হয়ে ভিয়েনার বিশেষ সম্মেলনে যোগ দিতে যাত্রী হিসেবে ছিলেন ভারতীয় পরমাণু গবেষণার জনক হোমি জাহাঙ্গির ভাবা। ভয়াবহ ওই বিমান দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ গিয়েছিল অনেকের। পরবর্তীকালে, মঁ ব্লাঁ-র কাছে প্রায় ওই একই জায়গায় ১৯৫০-এর ৩ নভেম্বর ৪৮ জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়েছিল আরও একটি এয়ার ইন্ডিয়ার বিমান। দু’-এক জন যাত্রীর অংশবিশেষ ছাড়া দু’টি দুর্ঘটনা থেকেই তেমন দেহাবশেষ মেলেনি। অবশ্য সম্প্রতি পাওয়া খবরের কাগজগুলিতে ইন্দিরা গান্ধীকে নিয়ে শিরোনাম প্রমাণ দিচ্ছে, এ সব ছিল ১৯৬৬-র দুর্ঘটনাগ্রস্ত ওই কাঞ্চনজঙ্ঘা বিমানেই।

বলা হয়, এয়ার ট্রাফিকের সিগন্যাল বোঝার ভুলেই দুর্ঘটনা। আবার অনেকে বলে ভাবাকে খুন করতেই এই বিমান দুর্ঘটনা। দুর্ঘটনার তিন মাস আগে অল ইন্ডিয়া রেডিয়োতে ভাবা জানিয়েছিলেন, সরকারি সবুজ সঙ্কেত পেলে আর বছর দেড়েকের মধ্যেই পরমাণু বোমা বানিয়ে ফেলবে ভারত। ওই বিমানেরই ধ্বংসাবশেষ থেকে হালে উদ্ধার খবরের কাগজের শিরোনাম বলছে, ইন্দিরা নতুন সরকার গড়তে চলেছেন। এবার আশ্চর্যের বিষয় এই যে এতদিন পর কোথা থেকে কিভাবে ভেসে এল এই কাগজত!

এতদিনই বা কোথায় ছিল? একাধিক সংবাদ সংস্থার দাবি, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে চার হাজার ফুট উচ্চতায় চ্যামোনিক্স স্কিয়িং হাবের কাছাকাছি একটি ক্যাফে-রেস্তোরাঁর মালিক তিমোথি মতিন গত সপ্তাহেই এ সব উদ্ধার করেন। কোনরকম অভিযান চালিয়ে নয়, হঠাৎই আল্পসের বরফ গলায় কাগজগুলি তাঁর নজরে আসে বলে দাবি মতিনের। ক্যাফে-মালিকের কথায়, “প্রায় ছ’দশক পরে হাতে পাওয়া কাগজগুলো ভাল করে শুকনো করা হচ্ছে। কিছু দিন সবার দেখার জন্য আমার ক্যাফেতেই রাখব। পরে হয়তো কোনও জাদুঘরে দিয়ে দেব।”

-কলকাতাটাইমস২৪