Home Third Lead আয়কর রিটার্ন জমার সময় বাড়লো

আয়কর রিটার্ন জমার সময় বাড়লো

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। সোমবার জমা দেওয়ার শেষ সময় থাকলেও আরও এক মাস বাড়ানো হয়েছে।

সোমবার(৩০নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম।

এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যক্তি করদাতা, ব্যবসায়ী ও আয়কর আইনজীবী জনপ্রতিনিধি সব পক্ষের অনুরোধে কোভিড পরিস্থিতিতে আয়কর রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত (এক মাস) বাড়ানো হলো ।

এর আগে রবিবার এনবিআর চেয়ারম্যান জানিয়েছিলেন, তেমন কোনো প্রতিবন্ধকতা তৈরি না হওয়ায় রিটার্ন দাখিলের সময় বাড়ানো হচ্ছে না। এ সময় তিনি জরিমানা বাধ্যতামূলক নয় বলেও জানান।

চেয়ারম্যান বলেন, জরিমানার বিষয়টি নমনীয় রাখা হয়েছে। ৩০ নভেম্বরের পর সময় বাড়ানোর আবেদন করা যাবে, তবে জরিমানা মওকুফ বাধ্যতামূলক না, কর কমিশনার চাইলে তা মওকুফ করতে পারেন।

তিনি জানান, ২৬ নভেম্বর পর্যন্ত ১৩ লাখ ২০ হাজার ৮২৫টি রিটার্ন দাখিল হয়েছে। গত বছরের চেয়ে ৭০ হাজার বেশি রিটার্ন জমা পড়েছে।

চলতি অর্থবছরে কী পরিমাণ কালো টাকা সাদা হয়েছে তা ৩০ নভেম্বরের পর জানা যাবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।

চট্টগ্রামের পরিস্থিতি

সোমবার ( ৩০ নভেম্বর ) রিটার্ন দাখিলের শেষদিন এবং তা বাড়ানো হবে না ধারণায়  করদাতাদের প্রচুর ভিড় সকাল থেকে। তবে, তা ৩ নম্বর জোনে। ১, ২ এবং ৪ নম্বর জোনে তুলনামূলকভাবে ভিড় কম।

করোনা মহামারীর কারণে এবার আয়কর মেলা হয়নি। রবিবার কর অঞ্চল-৪ এ করদাতাদের বেশি  ভিড় বেশি ছিল বলে কর্মকর্তারা জানালেন। গতকাল অফিস সময় শেষ হওয়ার পর  সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত রিটার্ন জমা করেছেন করদাতারা।

রিটার্ন দাখিলের সময় বাড়ছে না বলে রবিবার সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন এনবিআর চেয়াম্যান। সে হিসেবে শেষ দিন (সোমবার) কর জোনগুলোতে করদাতাদের বেশি সমাগম হবে এমনটা ধারণা ছিল সকলের। তবে ৩ নম্বর জোন ছাড়া অন্যত্র হয়নি।

কর অঞ্চল-৪ এ রিটার্ন জমা দিতে আসা একজন জানালেন,  করোনা পরিস্থিতির  কারণে শেষ দিনে এসেছি। কোনো অসুবিধা হচ্ছে না। কর্মকর্তাদের  সহযোগিতা পাচ্ছি। অন্যান্যবার আয়কর মেলায় কর দিতাম। এবার মেলা না হলেও তেমন ঝামেলা নেই।

কর কর্মকর্তারা জানান, কর অঞ্চলগুলোর পক্ষ থেকে করদাতাদের বারবার স্বাস্থ্যবিধি মানার জন্য তাগাদা দেয়া হলেও অনেকে তা মানছেন না। কাউকে ফোর্স করতে পারি না। তবে শুরু থেকে এখন পর্যন্ত সবাইকে সচেতন করার কাজ চলছে।

এক দশকে করদাতা বেড়েছে ৩৫৭ শতাংশ

বিগত এক দশকে দেশে করদাতার সংখ্যা বেড়েছে ৩৫৭ শতাংশ। একই সময়ে রিটার্ন দাখিলকারীর সংখ্যা বেড়েছে ১২৫ শতাংশ।

সোমবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে জাতীয় আয়কর দিবস উপলক্ষে ‘স্বচ্ছ ও আধুনিক কর সেবা প্রদানের মাধ্যমে করদাতা বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারে এসব তথ্য জানান জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) মো. আলমগীর হোসেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করে তিনি বলেন, ‘১ দশকে কর জনসংখ্যা করদাতা অনুপাত বেড়েছে ৩১৭ দশমিক ৫৬ শতাংশ, আয়কর খাতে প্রবৃদ্ধি ১৬ শতাংশের অধিক।’

সেমিনারে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘করবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। স্বচ্ছ পরিবেশ নিশিত হলে বাড়বে করদাতার সংখ্যা। করবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমরা কর হার কমিয়েছি। বিভিন্ন অটোমেশনের মাধ্যমে রিটার্ন দাখিলের ব্যবস্থা করছি। ভবিষ্যতে এমন অনেক কার্যক্রম থাকবে।’