কয়েক দিন আগে ব্রডকাস্টারদের তালিকা প্রকাশ করেছে আইরিশ ক্রিকেট বোর্ড। তবে তখন বিপাকে পড়েছিল বাংলাদেশের সমর্থকরা। কারণ, বাংলাদেশের খেলা দেখার সুযোগ রাখেনি তারা। তবে ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগে আইসিসি জানিয়েছে, আইসিসি টিভিতে আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তিন ওয়ানডে সরাসরি দেখা যাবে বিনা মূল্যে।
মঙ্গলবার (৯ মে) থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডের ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে। সিরিজ ইংল্যান্ডের মাঠে হলেও স্বাগতিক দেশ আয়ারল্যান্ডই।
এদিকে গত শনিবার (৬ মে) ক্রিকেট আয়ারল্যান্ড এক টুইটে জানায়, বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সম্প্রচার করবে প্রিমিয়ার স্পোর্টস। এ ছাড়া তারা উইলো টিভি এবং ফ্যানকোডের কথাও উল্লেখ করে। তবে তারা বাংলাদেশে সম্প্রচারকারী কোনো টিভি চ্যানেলের কথা উল্লেখ করেনি তখন। যার কারণে বিপাকে পড়েছিল বাংলাদেশের দর্শকরা।
তবে বাংলাদেশের কোনো চ্যানেলে আসন্ন এই সিরিজ সম্প্রচার না করলেও ম্যাচ দেখা থেকে দর্শকদের বঞ্চিত করছে না আইসিসি। তাদের নিজস্ব প্ল্যাটফর্ম আইসিসি টিভিতে ফ্যান অ্যাকাউন্ট রেজিট্রেশন করে ম্যাচগুলো সরাসরি উপভোগ করা যাবে সম্পূর্ণ বিনা মূল্যে। আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডেই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের সূচি : প্রথম ওয়ানডে: ৯ মে, দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ড, দ্বিতীয় ওয়ানডে: ১২ মে, দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ড এবং তৃতীয় ওয়ানডে: ১৪ মে, দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ড