বিজনেসটুডে২৪ ডেস্ক
সামরিক সাহায্যের জন্য ইউক্রেনের অনুরোধে মিগ-২৯ যুদ্ধ বিমান দিতে প্রস্তুত পোল্যান্ড। পশ্চিমী সামরিক জোট ন্যাটোর মধ্যে থেকেই যুদ্ধবিমান সরবরাহ করবে। সেক্ষেত্রে মধ্যস্থতা করবে আমেরিকা।
সামরিক জোট ন্যাটোর সদস্যরাষ্ট্র পোল্যান্ডের কাছে মিগ-২৯ যুদ্ধবিমান পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি। প্রাথমিক ভাবে তাতে সম্মতি দিয়েছিল আমেরিকা। শনিবার ভিডিও কনফারেন্সে জেলেনস্কির সঙ্গে কথা হয় আমেরিকা ও পোল্যান্ডের প্রতিনিধিদের। পরে প্রেসিডেন্ট জানান, পোল্যান্ড রাজি হয়েছে মিগ বিমান পাঠাতে। তারা আমেরিকার মতামতের জন্য অপেক্ষা করছে।
ইউক্রেনের সংগ্রহে ৯০টি ফাইটার জেট রয়েছে, অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ৩৪টি। যেখানে রাশিয়ার সংগ্রহে রয়েছে প্রায় দেড় হাজার ফাইটার এয়ারক্রাফ্ট ও ৫৩৮টি কমব্যাট চপার।
এদিকে ইউক্রেনকে যুদ্ধবিমান (Ukraine MiG-29) পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার পরেই পশ্চিমী দেশগুলিকে সতর্ক করেছে রাশিয়া। রুশ বিদেশমন্ত্রকের উচ্চপদস্থ অফিসার দিমিত্রি বিরিচেভস্কি বলেন, “নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়ার প্রতিক্রিয়া হবে দ্রুত ও মোক্ষম।”
ইউরোপীয় ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছে, রুশ প্রশাসনের আরও কয়েকজন কর্তাকে কালো তালিকাভুক্ত করা হবে। জেলিনস্কি ব্রিটিশ সাংসদদের কাচ্ছে আর্জি জানিয়েছেন, রাশিয়াকে ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ হিসাবে ঘোষণা করা হোক। আমেরিকার এক বিমান ঘাঁটিকে ব্যবহার করে ইউক্রেনে মিগ-২৯ যুদ্ধবিমান পাঠাতে চেয়েছিল পোল্যান্ড। কিন্তু আমেরিকা তাতে অনুমতি দেয়নি।
ইতিমধ্যে রাশিয়ায় ব্যবসা বন্ধ করে দিয়েছে ম্যাকডোনাল্ডস, কোকা কোলা ও স্টারবাকস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন, তাঁর দেশ আর রাশিয়া থেকে তেল, গ্যাস বা কয়লা আমদানি করবে না। মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন, “ইউক্রেনে বিজয় অর্জন করতে পারবেন না পুতিন।”