কিয়েভের উপর গোলা হামলার শব্দ এতোটাই তীব্র ছিল যে শহরের কেন্দ্র থেকে কয়েক মাইল দূর পর্যন্ত শব্দ পেয়েছেন তারা। কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট বলছে, শহরের চিড়িয়াখানার কাছে এবং শুলিয়াভকা শহরের আশেপাশে ৫০টিরও বেশি বিস্ফোরণ এবং ভারী মেশিনগানে গোলাগুলি হয়েছে।
বিজনেসটুডে২৪ ডেস্ক
ইউক্রেনের রাজধানী কিয়েভজুড়ে তাণ্ডব চালাচ্ছে রুশ সেনারা। বহুতল ভবন গুঁড়িয়ে যাচ্ছে বোমার আঘাতে। সাধারণ মানুষ ছোটাছুটি করছে আতঙ্কে। তাদের অনেকে আশ্রয় নিয়েছেন মাটির নিচে মেট্রো স্টেশনে।
শনিবারই মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে যে ইউক্রেনকে সমস্ত দিক থেকে ঘিরে ফেলার নির্দেশ দিলেন রুশ (প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গত বৃহস্পতিবার মধ্যরাতে ইউক্রেনের উপরে ঝাঁপিয়ে পড়েছিল রাশিয়া। শনিবার আক্রমণের সুর চড়ালেন পুতিন। কিন্তু কেন? রুশ সেনার এক মুখপাত্র ইগর কোনাশেনকভ এ প্রসঙ্গে জানিয়েছেন, ”ইউক্রেন বৈঠকে বসতে রাজি না হওয়ার পরই নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত দিক থেকে ইউক্রেনকে ঘিরে ফেলার।”
আমেরিকা বা ন্যাটো সামরিক জোটের দেশগুলি ইউক্রেনে সেনা পাঠায়নি। ফলে মনে করা হচ্ছিল রাশিয়ার কিয়েভ দখল স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু বাস্তবে দেখা গেল ইউক্রেনের অভাবনীয় প্রতিরোধ। পরিস্থিতি প্রতিকূল হওয়ায় কেবল সেনা নয়, হাতে বন্দুক তুলে নিয়েছেন সাধারণ মানুষও। দেশের মাটিকে শক্তিশালী রুশ বাহিনীর হাত থেকে রক্ষা করতে লড়াই করছেন তাঁরা। এই প্রতিরোধের সামনে পড়ে পুতিনের পরিকল্পনা এখনও সফল হয়নি।
এই পরিস্থিতিতে শনিবার ফের ইউক্রেনকে বৈঠকে বসার আবেদন জানান পুতিন। কিন্তু রাশিয়ার সঙ্গে কোনও বৈঠকে বসতে রাজি হয়নি ইউক্রেন। এরপরই এই নির্দেশ জারি করলেন রাশিয়ার প্রেসিডেন্ট।
কিয়েভের নগর কর্তৃপক্ষের মতে একটি ক্ষেপণাস্ত্র সেখানকার একটি আবাসিক ভবনে আছড়ে পড়েছে। আরেকটি ক্ষেপণাস্ত্র রাজধানীর ঝুলিয়ানি বিমানবন্দরের কাছে বিস্ফোরিত হয়েছে বলে রিপোর্ট করেছে রয়টার্স। রাজধানীতে, মাইডান স্কয়ারের কাছে একটি বড় ধরণের বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং শহরের ত্রয়েশ্চিনা এলাকায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, কিয়েভের উপর গোলা হামলার শব্দ এতোটাই তীব্র ছিল যে শহরের কেন্দ্র থেকে কয়েক মাইল দূর পর্যন্ত শব্দ পেয়েছেন তারা। কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট বলছে, শহরের চিড়িয়াখানার কাছে এবং শুলিয়াভকা শহরের আশেপাশে ৫০টিরও বেশি বিস্ফোরণ এবং ভারী মেশিনগানে গোলাগুলি হয়েছে।
ফক্স নিউজের সংবাদদাতা ট্রে ইংস্ট বলেছেন যে কিয়েভ ‘এই মুহূর্তে একাধিক দিক থেকে’ আক্রমণের শিকার হয়েছে। ইউক্রেনীয় স্টেট স্পেশাল সার্ভিসের মতে, রাজধানীর ট্রয়েসচিনা এলাকার সিএইচপি-৬ পাওয়ার স্টেশনের কাছে তীব্র লড়াই চলছে। এই হামলার মাধ্যমে পুরো শহরটিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হতে পারে।