বিজনেসটুডে২৪ ডেস্ক
ইউক্রেনের মারিউপোল শহরকয়েক সপ্তাহ ধরে অবরুদ্ধ । শুক্রবার জানা গেল, শহরের ড্রামা থিয়েটারে বোমাবর্ষণ করেছে রুশ বিমান । প্রেক্ষাগৃহে আশ্রয় নিয়েছিলেন বহু মানুষ। তাঁদের মধ্যে অন্তত ৩০০ জন মারা গিয়েছেন।
বৃহস্পতিবার ইউক্রেন দাবি করে, রাশিয়ার ল্যান্ডিং শিপ ‘ওরস্ক’ ধ্বংস করেছে তারা। জাহাজটি ছিল বেরদিয়ানস্ক বন্দরে। ওই বন্দরটি দখল করে রেখেছে রুশ সেনা। একটি ভিডিওতে দেখা যায়, ধোঁয়া উঠছে বেরদিয়ানস্ক বন্দর থেকে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য পশ্চিমী দেশের রাষ্ট্রপ্রধান ঘোষণা করেছেন, আরও কয়েকটি নিষেধাজ্ঞা জারি করা হবে রাশিয়ার ওপরে। ইউক্রেনকে আরও বেশি ত্রাণ পাঠানো হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলিনস্কি পশ্চিমী দেশগুলির কাছে আর্জি জানিয়েছিলেন, তাঁদের আরও সামরিক সাহায্য করা হোক। এ ব্যাপারে কোনও দেশ প্রতিশ্রুতি দেয়নি।