Home চট্টগ্রাম ‘ইউনাইট্ থিয়েটার ফর সোশাল অ্যাকশন’র দুই যুগ

‘ইউনাইট্ থিয়েটার ফর সোশাল অ্যাকশন’র দুই যুগ

উন্নয়ন অংশীদারের দুই যুগ প্রতিপাদ্যের আলোকে উন্নয়ন ও মনোবিশ্লেষক নাট্য সংগঠন চট্টগ্রামের ‘ইউনাইট্ থিয়েটার ফর সোশাল অ্যাকশন্ (UTSA) দুই যুগ পালন করেছে।

১৪ মার্চ বিকাল ৩টায় উৎস’র কৈশোর মঞ্চ কক্ষে ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উৎস’র সাধারণ পরিষদ সদস্য নাট্যজন মাশরুজ্জামান মুকুট এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত সকলে স্মৃতিচারণ করেন এবং কেক কেটে সংস্থার ২৪ বছর উদযাপন করা হয়।

উৎস এর ডকুমেন্টেশন এন্ড পাবলিকেশন অফিসার মো. সুমন সরকার এর উপস্থাপনায় স্মৃতিচারণ করেন উৎস এর নির্বাহি পরিচালক মোস্তফা কামাল যাত্রা, মনিটরিং অফিসার আবুল হাসেম খান, প্রমোটিং এডুকেশনাল রাইটস অব পারসন্স উইথ ডিজএ্যবিলিটিজ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর বিভাস কুমার, প্রোগ্রাম অফিসার সাফিয়া বেগম, হার্ট প্রকল্প এর হিসাব কর্মকর্তা বিভা বড়ুয়া, প্রোগ্রাম অফিসার রীপা পালিত, প্রমোটিং এডুকেশনাল রাইটস অব পারসন্স উইথ ডিজএ্যবিলিটিজ এর প্রজেক্ট কমিউনিটি মোবিলাইজার আলী আহমদ ও মোহাম্মদ নাছির, হার্ট প্রকল্প এর সিনিয়র প্রোগ্রাম এসোসিয়েটস তাসলিমা আক্তার, প্রোগ্রাম এসোসিয়েটস ইউশরা খান চমক, প্রোগ্রাম এসোসিয়েটস রেশমা আক্তার, প্রোগ্রাম এসিসটেন্ট মো. সুলতান, অফিস সহকারি নীলু বেগম, রিপন ফরাজী, উৎস এর সাধারণ পরিষদ সদস্য সামসুন্নাহার শানু, ইমতিয়াজ পাঠান শিপলু ও উৎস এর অধিকারভোগী মো. শরিফুল ইসলাম।

বক্তব্যে বক্তারা বলেন “বাংলাদেশ সরকারের রূপকল্প ২০৪১ বাস্তবায়নের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে উন্নয়ন ও মনোবিশ্লেষক নাট্যক্রিয়ামূলক কর্মসূচির মাধ্যমে বিগত দুই যুগ নিরবিচ্ছিন্নভাবে বহুমূখি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড বাস্তবায়ন করছে। তাই উৎস মনে করে সামগ্রীক উন্নয়নের পথ পরিক্রমায় ‘উন্নয়ন অংশীদারের দুই যুগ’ সফলভাবে সুসম্পন্ন করেছে।

-সংবাদ বিজ্ঞপ্তি।