Home আন্তর্জাতিক ইন্দোনেশিয়ায় ক্রুসহ সাবমেরিন নিখোঁজ

ইন্দোনেশিয়ায় ক্রুসহ সাবমেরিন নিখোঁজ

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

ইন্দোনেশিয়ায় ৫৩ ক্রুসহ নিখোঁজ হয়েছে নৌবাহিনীর একটি সাবমেরিন।

প্রশিক্ষণমূলক মহড়ার সময় নিখোঁজ হয় কেআরআই নাঙ্গালা ৪০২ নামের নৌযানটি।

সাবমেরিনটি কখন নিখোঁজ হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি ইন্দোনেশিয়া।

বুধবার (২১ এপ্রিল) দেশটির সেনাপ্রধান হাদি জাজান্তো জানান, নির্ধারিত সময়ে রিপোর্টিং কলের জবাব দেয়নি সাবমেরিনটি। এরপর থেকেই সেটির সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

ধারণা করা হচ্ছে, পর্যটন দ্বীপ বালির ৬০ মাইল উত্তরের কোনো এলাকায় নিখোঁজ হয়েছে সাবমেরিনটি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানির ৬০০ থেকে ৭০০ মিটার গভীরে রয়েছে সাবমেরিনটি। কারিগরি বা বৈদ্যুতিক কোনো ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় হয়তো ভেসে উঠতে পারছে না সেটি।

১৯৮১ সালে জার্মানির কাছ থেকে সাবমেরিনটি কিনে ইন্দোনেশিয়া। ১৯৮৯ সালে জার্মানিতে এবং ২০১২ সালে দক্ষিণ কোরিয়ায় এটির আধুনিকায়ন করা হয়।

পাঁচটি সাবমেরিন সংবলিত নৌবহর রয়েছে বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার। সাম্প্রতিক সময়ে সমুদ্রসীমা প্রশ্নে প্রতিবেশী চীনের সঙ্গে দ্বন্দ্ব বেড়েছে দেশটির। এমন বাস্তবতায় ২০২৪ সালের মধ্যে নৌবহরে কমপক্ষে আরও তিনটি সাবমেরিন যোগ করার পরিকল্পনা রয়েছে জাকার্তার।

-দ্য গার্ডিয়ান