Home Third Lead ভোরের আগুনে ৫ শতাধিক মানুষ গৃহহারা

ভোরের আগুনে ৫ শতাধিক মানুষ গৃহহারা

৮৩ বছরের বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম:
নগরীর ইপিজেড এলাকার রেললাইন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত অর্ধশত বস্তিঘর পুড়ে গেছে। আগুনে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ।


মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) ভোরে ইপিজেড সংলগ্ন রেললাইন বস্তিতে এ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ৫ শতাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছে।


নিহত বৃদ্ধের নাম মোহাম্মদ নওশেদ (৮৩) বলে জানায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, আগুনের খবর পেয়ে ইপিজেড স্টেশন থেকে ৩টি ইউনিটের ৫টি গাড়ী পরে অন্য দুটি স্টেশন থেকে আরও ২টি ইউনিটের ৩টি ইউনিটসহ ৮টি ইউনিট দুইঘন্টা চেষ্টা চালিয়ে সকালের দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এসময় বস্তি থেকে একজন বয়স্ক লোকের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
আগুনে ৫০টির মত বস্তির ঘর পুড়ে গেছে বলে নিশ্চিত করা হলেও এর আর্থিক ক্ষয়ক্ষতি নির্ণয় করা সম্ভব হয়নি বলে জানান ফায়ার সার্ভিস চট্টগ্রামের ভারপ্রাপ্ত এডি ফরিদ আহমদ চৌধুরী।