দেশে যতবারই একজন নেতাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, জনগণ উৎসব করেছে, কিন্তু এবার ব্যাপক বিক্ষোভ হয়েছে।
বিজনেসটুডে২৪ ডেস্ক
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান পেশোয়ারে বুধবার এক সমাবেশে বলেন, “আমি যখন সরকারের অংশ ছিলাম তখন আমি বিপজ্জনক ছিলাম না, কিন্তু এখন আরও বিপজ্জনক হব।”
প্রধানমন্ত্রীর পদ থেকে তার অপসারণে ফাউল প্লে-র অভিযোগ করেছেন তিনি। তিনি প্রশ্ন করেছিলেন যে গত সপ্তাহে পাকিস্তান জাতীয় পরিষদ তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস করার আগে কেন মধ্যরাতে আদালতগুলি খোলা হয়েছিল।
কী অপরাধ করেছি আমি যে, আপনারা রাত ১২টায় আদালত বসালেন, আপনারা রাতের অন্ধকারে আদালত বসালেন। অথচ আমি কখনো কোনো প্রতিষ্ঠান বা আদালতের বিরুদ্ধে মানুষকে উস্কে দেইনি,’ পেশোয়ারের সমাবেশে বলেন ইমরান খান।
উল্লেখ্য, পাকিস্তানের পার্লামেন্টে ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা ভোট ডেপুটি স্পিকার নাকচ করে দেয়ার পর দেশটির আদালত থেকে পার্লামেন্ট পুর্নবহাল করে অনাস্থা ভোট গ্রহণের নির্দেশ এসেছিল। শনিবার অনেক নাটকীয়তার পর অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ হারিয়েছিলেন তিনি।
আবার শনিবার মধ্যরাতে ইসলামাবাদ হাইকোর্ট খোলা হয় এবং সেখানকার প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহর কর্মকর্তা-কর্মচারীদের ডেকে পাঠান।
তখন জানানো হয়েছিল যে, হাইকোর্ট একটি জরুরি পিটিশনের শুনানি করবে, যেখানে অভিযোগ করা হয়েছে যে, ইমরান খান রাজনৈতিক এবং ব্যক্তিগত উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করছেন এবং সেনাপ্রধানকে পদচ্যুত করার সুপারিশ করেছেন। ফলে জনস্বার্থে আদালতের ওই আদেশ বাতিল করে দেয়া উচিত।
তবে শেষপর্যন্ত যেহেতু ইমরান খানের ওই আদেশ কার্যকর হয়নি, ফলে ওই পিটিশনেরও আর শুনানি হয়নি। ধারণা করা হচ্ছে, এসব কারণেই মধ্যরাতে আদালত বসানোর বিষয়টি ইমরান খানের গত রাতের ভাষণে উঠে এসেছে।
ইমরান খান আরও বলেছেন যে নতুন সরকার, যাকে তিনি ‘আমদানি করা’ বলে উল্লেখ করেছেন, তা মেনে নেওয়া হবে না। তিনি বলেন, “আমরা আমদানি করা সরকারকে মেনে নেব না এবং এই পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে মানুষ কী চায় তা দেখিয়েছে।”তিনি বলেন, দেশে যতবারই একজন নেতাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, জনগণ উৎসব করেছে, কিন্তু এবার ব্যাপক বিক্ষোভ হয়েছে। রবিবার সারা পাকিস্তানে ইমরান খানের সমর্থনে হয়েছে মিছিল।
Peshawar at 8PM, already charged for their Kaptaan @ImranKhanPTI ! #امپورٹڈ_حکومت_نامنظور pic.twitter.com/tNKT8CjZzt
— PTI (@PTIofficial) April 13, 2022
-টুইটার