Home ব্যবসায়ী সংগঠন ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য আমদানি নীতি পরিবর্তনের দাবি

ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য আমদানি নীতি পরিবর্তনের দাবি

বাংলাদেশ রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচারাস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিআরএমইএ) দেশীয় ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্পের স্বার্থরক্ষায় আমদানি নীতি পরিবর্তনের দাবি জানিয়েছে। একইসাথে দেশীয় শিল্পের বিকাশে বিদ্যমান নানা বাধা দূরীকরণে এএসআরও জারির আবেদন জানিয়েছে সংগঠনটি।

বিআরএমইএ সম্প্রতি প্রধানমন্ত্রী বরাবর এ-সংক্রান্ত একটি চিঠি দিয়েছে।

আবেদনে বলা হয়েছে, দেশ এখন বিভিন্ন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। আন্তর্জাতিক মানসম্পন্ন ও দামে সাশ্রয়ী পরিবেশবান্ধব এসব পণ্য রপ্তানি হচ্ছে। এমন অবস্থায় বৈদেশিক মুদ্রা ব্যয় করে উচ্চমূল্যে এসব পণ্য আমদানি নিরর্থক ও অপচয়। আমদানি দেশীয় শিল্প বিকাশ ও স্বার্থের পরিপন্থী। তাই দেশীয় শিল্প বিকাশ ও কর্মসংস্থানে আমদানি নীতি পরিবর্তন সময়ের দাবি।

চিঠিতে উল্লেখ করা হয়, রয়েছে বিপুল শুল্ক বাধা। অথচ, আমদানিতে বিএসটিআইয়ের মান নিয়ন্ত্রণ সনদের বালাই নেই। যে যেভাবে পারছে আমদানি করছে। পাশাপাশি অনেক ক্ষেত্রেই আমদানিতে নামমাত্র শুল্ক থাকায় নিম্নমানের পণ্যে দেশ সয়লাব হচ্ছে। তাই আমদানি পর্যায়ে বিদেশি ব্র্যান্ডের পণ্যের ক্ষেত্রে বিএসটিআইয়ের মান নিয়ন্ত্রণ সনদ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে বিআরএমইএ।

-সংবাদ বিজ্ঞপ্তি