শুক্রবার ইসরাইলের একটি ধর্মীয় অগ্নি উৎসবে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে কমপক্ষে ৪৪ জন মারা গেছে।
কয়েক শতাধিক গোঁড়া ইহুদি দ্বিতীয় শতাব্দীর সেজ র্যাবাই শিমন বার ইয়োচাইয়ের গ্যালিলির সমাধিতে বার্ষিক লেগ বি’আমর অনুষ্ঠানে যোগ দেন। সারারাত প্রার্থনা, গান এবং নৃত্যের মাধ্যমে তারা উৎসবটি পালন করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা বলেছে, লোকেরা সরু ও জনবহুল পথের ভেতর পদদলিত হয়ে মারা যান। অনেকেই করোনার বিধিনিষেধ উপেক্ষা করে ঐ অনুষ্ঠানে অংশ নেন এবং সেখানকার মাইকে ঘোষণা দেয়া হয় ভিড় কমানোর জন্য।
হেলিকপ্টারে আহত লোকদের উত্তর ইসরাইলের হাসপাতালে নেয়া হয়। ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে যে অনুসন্ধান ও উদ্ধারকারী সেনা এবং মেডিকেল দলগুলিকে ভিড় ঠেলে কাজ করতে হয়েছে।
অ্যাম্বুলেন্সের আধিকারিকরা এই ঘটনাটিকে হতবাক বলে বর্ণনা করে এবং বলেছে ১০৩ জন আহত হয়েছে।
-ভয়েস অব আমেরিকা