বিজনেসটুডে২৪ ডেস্ক
ইমরান খান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্যারেড গ্রাউন্ডে করলেন ‘পাওয়ার শো’। তার কথা শুনতে, দলের সঙ্গে সংহতি প্রকাশ করতে সারা দেশের লাখো নেতাকর্মী, সমর্থক জড়ো হন সমাবেশস্থলে। বিকাল নাগাদ জনসমুদ্রে পরিণত হয় প্যারেড গ্রাউন্ড। বাইরে তখনো অসংখ্য গাড়ি অপেক্ষমাণ। এমন পরিস্থিতিতে সড়কপথে সমাবেশস্থলে উপস্থিত হওয়া ইমরানের জন্য ঝুঁকির ছিল। তাই তিনি হেলিকপ্টারে করে উপস্থিত হন। ভাষণের শুরুতে ইমরান খান জনসভায় আসা লোকদের ধন্যবাদ জানান। এছাড়া এমন জনসভা আয়োজনের জন্য দলের নেতাদের ধন্যবাদ জানান। এনিয়ে ইমরান খান বলেন, ‘এমন জলসা আয়োজন করায় আমি আমার দল ও জাতির প্রতি শ্রদ্ধা জানাই। আমায় খুশি করার জন্য ধন্যবাদ। আজ, আমি জাতির সঙ্গে হৃদয় থেকে হৃদয়ে কথা বলবো।’
সেখানে ভাষণে ইমরান খান বিরোধী দলের নেতাদের দূর্নীতিবাজ বলে অভিহিত করেছেন। সেইসঙ্গে বলেছেন, আমি ক্ষমতা হারাই বা মারা যাই দূর্নীতিবাজ নেতাদের ছাড়বো না। তিনি আরও বলেন, ‘জাতিগুলো মতাদর্শের ওপর গড়ে ওঠে, আর যে আদর্শের ভিত্তিতে পাকিস্তানের জন্ম হয়েছিল তা হচ্ছে ইসলাম।
‘আমি যুক্তরাজ্যে থাকার পর একটি কল্যাণ রাষ্ট্রের ধারণা সম্পর্কে শিখেছি। এটি ঠিক সেই মডেল ছিল যার ওপর নবী মুহাম্মদ (সা.) মদীনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন,’ বলেন ইমরান খান।
ইমরান খান বলেছেন, মুসলমানরা পবিত্র নবীর পদাঙ্ক অনুসরণ করে দীর্ঘকাল বিশ্ব শাসন করেছে। ইনশাআল্লাহ, একবার আমরা আমাদের পাঁচ বছরের মেয়াদ শেষ করলে ইতিহাস দেখাবে পিটিআই সরকার যতটা কাজ করেছে অন্য কোনো সরকার এতটা কাজ করেনি।
আমাদের ডাকে আপনারা যেভাবে সারা পাকিস্তান থেকে সাড়া দিয়েছেন, তার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই। আমার পার্লামেন্টারি টিমের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করি। কারণ, তাদেরকে অর্থ প্রস্তাব দেয়া হলেও, ঘুষ প্রস্তাব করা হলেও তাতে সাড়া দেননি। তারা আমাকে সন্তুষ্ট করেছেন। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের নিয়ে আমি গর্বিত।
পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, পাকিস্তানে বাইরের হস্তক্ষেপ হচ্ছে। বিরোধী নেতাদেরকে ‘থ্রি স্টুজেস’ আখ্যায়িত করে তিনি বলেন, তারা বছরের পর বছর দেশের অর্থ লুটপাট করছে। এখন যেসব নাটক চলছে তার শেষ হয়ে যেতো যদি পারভেজ মোশাররফের মতো ইমরান খান আত্মসমর্পণ করতেন। তারা সরকারকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। জেনারেল মোশাররফ তার সরকারকে রক্ষার চেষ্টা করেছিলেন। এইসব চোরদের দিয়েছিলেন এনআরও। এর ফলে পাকিস্তানের ক্ষতি হয়েছে।