Home Second Lead ইয়াঙ্গুুনে খাবার মজুতের মরিয়া চেষ্টা

ইয়াঙ্গুুনে খাবার মজুতের মরিয়া চেষ্টা

বিশ্ব থেকে বিচ্ছিন্ন হতে শুরু করেছে মিয়ানমার

ইয়াঙ্গুনে আন্তর্জাতিক বিমান বন্দর বন্ধ

বিজনেসটুডে২৪ ডেস্ক

মিয়ানমারের রাজধানীি ইয়াঙ্গুন থেকে আসা যাওয়া বন্ধ করেছে সেনা। রাস্তায় রাস্তায় নেমেছে অতিরিক্ত সেনা। চলছে টহলদারি।

বিবিসি জানাচ্ছে,ইয়াঙ্গুনের বাসিন্দারা এরই মধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছেন। খাবার মজুতের জন শুরু হয়েছে মরিয়া চেষ্টা। অনেকেই বা শুকনো খাবার কিনতে শুরু করেছেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ যে কোনও সময় বন্ধ হতে পারে।

সোমবার সকালে রক্তপাতহীন সেনা অভ্যুত্থানে ফের গৃহবন্দি হয়েছেন মায়ানমারের সর্বময় শাসক আউং সান সু কি। প্রেসিডেন্ট সহ মন্ত্রিসভার সবাইকে বন্দি করেছে বর্মী সেনা। সেনা শাসনের ঘেরাটোপে মায়ানমার।

বিবিসি জানাচ্ছে, নোবেল জয়ী সু কি বন্দি হয়েছেন খবরে আন্তর্জাতিক মহল তীব্র সরগরম। এর মাঝে নীরবে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হতে শুরু করেছে মায়ানমার। সেনা বাহিনির প্রধান মিন অং লাইংয়ের এখন ক্ষমতায়। তাঁর নির্দেশে রাজধানী ইয়াঙ্গন বিচ্ছিন্ন গোটা দেশ থেকেই। বন্ধ করা হয়েছে ইয়াঙ্গন আন্তর্জাতিক বিমান বন্দর। তবে কিছু এলাকায় ইন্টারনেট ও ফোন সংযোগ চালু রেখেছে সেনা বাহিনি। আশঙ্কা এর পর নির্দিষ্ট কিছু সংযোগ ছাড়া পুরো মায়ানমারে ইন্টারনেট ও ফোন পরিষেবা বন্ধ করা হবে।

বিবিসি জানাচ্ছে, সেনা বাহিনি ইতিমধ্যে সব সরকারি দফতরের দখল নিয়েছে। সেনা কর্তারা ছাড়া বাকি কোনও অসামরিক কর্মকর্তাদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে। রক্তপাতহীন এই সামরিক অভ্যুত্থানের জেরে মায়ানমার আবার বিশ্ব রাজনীতির কেন্দ্রে। ভারতের প্রতিবেশি দেশটির নেত্রী সু কি আগেও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গৃহবন্দি ছিলেন।

১৯৮৯-২০১০ তিনি বন্দি থাকা অবস্থায় বিশ্ব জুড়ে তৈরি হয়েছিল জনমত। প্রবল আন্তর্জাতিক চাপের মুখে মুক্তি পান নয়াদিল্লির লেডি শ্রী রাম কলেজের প্রাক্তনী। বিবিসি জানাচ্ছে, সেনা ঘেরাটোপে থেকেও হুঙ্কার ছেড়েছেন নেত্রী সুম কি।

তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি ( এনএলডি) পার্টি সোমবার জানিয়েছে নেত্রী জনগণকে এই সেনা অভ্যুত্থান মেনে না নিয়ে বিক্ষোভের ডাক দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, “সামরিক বাহিনির এই পদক্ষেপ দেশকে আবার স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেয়ার পদক্ষেপ।”

এদিকে সেনাবাহিনি জানায়,দেশে এক বছরের জরুরি অবস্থা জারি করা হয়েছে। সু কি অন্য নেতাদের গ্রেফতার করা হয়েছে গত নির্বাচনে জালিয়াতির অভিযোগ করেছে সেনা।