Home Second Lead ই-কমার্সের কিছু অফার প্রতিযোগিতা আইনবিরোধী

ই-কমার্সের কিছু অফার প্রতিযোগিতা আইনবিরোধী

বিজনেসটুডে২৪ ডেস্ক

ই-কমার্স খাতে সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ যাতে নষ্ট না হয় সেজন্য এ খাতের ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে পরামর্শ দিয়েছে প্রতিযোগিতা কমিশন। মঙ্গলবার ই-ক্যাব ও এ খাতের শীর্ষস্থানীয় কিছু প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশনা দেয় প্রতিযোগিতা কমিশন।

বৈঠকে কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলাম জানান, বৈঠকে প্রধানত ই-কমার্স খাতে প্রতিযোগিতা আইন সুষ্ঠুভাবে প্রতিপালন হচ্ছে কিনা তা নিয়ে আলোচনা হয়েছে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ই-কমার্স খাতে কিছু অস্বাভাবিক মূল্যছাড় ও অফার দেওয়া হয়, যা প্রতিযোগিতা আইনবিরোধী। এ ধরনের কার্যক্রমের বেলায় প্রতিযোগিতা আইন মনে রাখতে হবে। প্রতিষ্ঠানগুলোর আচরণও যেন প্রতিযোগিতার পরিবেশ ক্ষুন্ন না করে সে বিষয়ে বৈঠকে পরামর্শ দেওয়া হয়। তিনি বলেন, কমিশন শুধু ক্রেতার স্বার্থ নয়; উৎপাদক, সরবরাহকারী ও অনলাইন প্ল্যাটফর্মে বিক্রয়কারীর স্বার্থ রক্ষায় সবক্ষেত্রে প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ বজায় রাখায় কাজ করবে।