বিজনেসটুডে২৪ ডেস্ক:
গুগল ক্রোম ২০২২ সালের জানুয়ারি থেকে উইন্ডোস সেভেনের জন্য সেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে। সংস্থাটি এর আগে ২০২১ সালের জুন থেকে নিজের সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। গুগলের এই পদক্ষেপটি কোটি কোটি ব্যবহারকারীকে প্রভাবিত করবে।
প্রাপ্ত তথ্য অনুসারে, করোনার ভাইরাস বিশ্বমারির কারণে, গুগল ক্রোমের সেবা ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত অব্যাহত রয়েছে।
নেটমার্কেট শেয়ারের একটি প্রতিবেদন অনুসারে, বিশ্বব্যাপী ব্যবহৃত কম্পিউটারগুলো ২০.৯৩ শতাংশ এখনও উইন্ডোস সেভেন ব্যবহার করে।
প্রতিবেদনে বলা হয়েছে, গুগল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এখন কেবল গুগল ক্রোম উইন্ডোস টেন অপারেটিং সিস্টেমে চলবে।
ব্রাউজারটি ব্যবহার করতে, ব্যবহারকারীদের অপারেটিং সিস্টেমটি আপগ্রেড করতে হবে।