বিএম রবিউল ইসলাম, উজিরপুর (বরিশাল) থেকে: উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান ২১ শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ।
উপজেলা প্রশাসনের আয়োজনে মধ্যরাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার ভূমি জয়দেব চক্রবর্তী, মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার হারুন অর রশীদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, ওসি আলী আর্শাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: শওকত আলীসহ উপজেলা প্রেসক্লাব, ওয়ার্কার্স পার্টি, বি.এন.খান ডিগ্রি কলেজ, উজিরপুর মহিলা কলেজ, সরকারি ডব্লিউ. বি. মডেল ইনষ্টিটিউশন, ছাত্রলীগ, শেরে বাংলা বালিকা বিদ্যালয়, , জাতীয়তাবাদী দল বিএনপিসহ বিভিন্ন শ্রেণি পেশা ও রাজনৈতিক নেতৃবৃন্দ ফুল দিয়ে শহীদদের প্রতি শুভেচ্ছা জানান।
সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সহ-সভাপতি হাকিম সেরনিয়াবাত, যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান এ্যাড. শহীদুল ইসলাম মৃধা, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক তাপস রায়, শোলক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান কুদ্দুস, মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক বিউটি খানম, ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামি প্রমুখ। এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।