বিএম রবিউল ইসলাম, উজিরপুর (বরিশাল)থেকে: বরিশালের উজিরপুর ইচলাদি ঢাকা-বরিশাল মহাসড়কের মেজর এম এ জলিল সেতু এলাকায় এক ডেলিভারিম্যানের ৫০ হাজার টাকা ছিনতাই হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি ) সন্ধ্যা ৭টায় উপজেলার ইচলাদি বাস স্ট্যান্ড থেকে কিছু দূরে মেজর এম এ জলিল ভাস্কর্য পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার শিকার হয়েছেন উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্ডের মামুন হাওলাদারের ছেলে মিলন হালদার (২৫)। তিনি গোল্ড মার্ক বিস্কিট, স্টারশিপ জুসের কোম্পানিতে ডেলিভারিম্যান।
বাবুগঞ্জের নতুন হাটে মাল ডেলিভারি দিয়ে বিক্রির নগদ ৫০ হাজার টাকা নিয়ে ফেরার পথে দুইজন ছিনতাইকারী গতিরোধ করে। কিছু বুঝে উঠার আগে এলোপাথাড়ি মারধর করে টাকার ব্যাগটি ছিনিয়েচম্পট দেয়। তার চিৎকারে স্থানীয় উত্তম কুমার দাস ও মুন্না হাওলাদার এগিয়ে আসলেও দুর্বৃত্তরা পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয়রা আহত মিলনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উজিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আলী আর্শাদ জানান, ছিনতাই কারীদের আটকের তৎপরতা চলছে।