Home সারাদেশ উজিরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী সম্পন্ন

উজিরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী সম্পন্ন

সংবাদদাতা উজিরপুর (বরিশাল) থেকে:  উজিরপুরে প্রাণিসম্পদ দপ্তরের ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়ছে।

১৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০ টায় উপজলা প্রাণিসম্পদ দপ্তরের মাঠে প্রদর্শনী ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো গোলাম মাওলা। প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা (এলডিডিপি) ডাঃ জরিন জামান ওনির সঞ্চালনায় বক্তব্য রাখেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, উপজলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রটু, ভেটেরিনারি সার্জন ডাঃ সব্য সাচী দাস প্রমুখ।

প্রাণিসম্পদ প্রদর্শনীতে উপজলার বিভিন এলাকার খামারিগণ উপস্থিত ছিলেন। দুপুরে অনুষ্ঠানশেষে খামারিদের মোধ্যে পাঁচ ক্যাটাগরিতে পুরুস্কার বিতরণ করা হয়।