Home Second Lead উত্তরাঞ্চলে ধানের বাম্পার ফলন

উত্তরাঞ্চলে ধানের বাম্পার ফলন

চলছে ধান মাড়াই

বিজনেসটুডে২৪ ডেস্ক

দেশের উত্তরাঞ্চলে ধানের বাম্পার ফলন হয়েছে চলতি মওসুমে। বাজারে দামও ভাল। আর কৃষকের মুখে এখন হাসির ঝিলিক।

নওগাঁ থেকে এমরান মাহমুদ প্রত্যয় জানান, সকাল থেকে রাত পর্যন্ত ধান কাটা মাড়াইয়ের কাজ চলছে আত্রাই উপজেলার সবখানে । শুরুতেই কৃষকরা তাদের কষ্টের ধান বাজারে ভালো দামে বিক্রি করতে পেরে খুশি ।

 আত্রাই কৃষি অফিস সূত্রে জানা গেছে, আবহাওয়া অনুকূলে থাকা, স্বল্প মূল্য সার, তেল ও কৃষিতে সরকারি ভর্তুকি দেওয়ায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ধান চাষ করা হয়েছে। চলতি মওসুমে প্রাকৃতিক দুর্যোগ এবং জমিতে রোগবালাই না থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে।

বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায়, গত বছরের তুলনায় প্রায় ১৫০ টাকা বেশি দরে প্রতি মণ ধান কেনাবেচা হচ্ছে। মোটা জাতের ধান ৭০০ টাকা থেকে ৮০০ টাকা এবং চিকন জাতের ৮৫০ টাকা থেকে সাড়ে ৯০০ টাকা পর্যন্ত প্রতি মণ ।

বিক্রির জন্য মওজুদ বস্তাবন্দি ধান

নতুন ধান বাজারের আসতেই এর প্রভাব পড়েছে আত্রাইয়ের বিভিন্ন চালের বাজারে।  ব্যবসায়ীরা জানান, বর্তমানে খুচরা বাজারে চিনি আতপ ৮৫ টাকা থেকে ৯০ টাকা, বাসমতি ৬০ টাকা থেকে ৬৫ টাকা, সম্পা কাটারি ৫৮ টাকা থেকে ৬০ টাকা, পাইজাম ৫০ টাকা থেকে ৫২ টাকা, জিরাশাইল ৪৮ টাকা থেকে ৫০ টাকা, খাটো জিরা ৪৫ টাকা থেকে ৪৮ টাকা, রঞ্জিত ৪০ টাকা থেকে ৪২ টাকা, বিআর আটাশ ৪৪ টাকা থেকে ৪৫ টাকা এবং স্বর্ণা ৩৮ টাকা থেকে ৪০ টাকায় কেনা বেচা হচ্ছে।