Home ব্যাংক-বিমা উত্তরা ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

উত্তরা ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

বিজনেসটুডে২৪ ডেস্ক

শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত উত্তরা ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্য ১২.৫০ শতাংশ নগদ এবং ১২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) কোম্পানিটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, শেয়ারহোল্ডারদের সম্মতিতে ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২০ মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে। লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ২ মে কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

২০০২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.২৮ টাকা। আলোচ্য সময়ে সমন্বিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪.৭৯ টাকা।