বিজনেসটুডে২৪ প্রতিনিধি
খাগড়াছড়ি: পার্বত্য খাগড়াছড়ি জেলার অন্যতম একটি জনপদের নাম দীঘিনালা। খাগড়াছড়ি সদর, রাঙ্গামটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলা ঘেষা এই উপজেলায় ইতিপূর্বে তেমন উন্নয়ন লক্ষ্য করা যায়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে পাল্টে গেছে দীঘিনালা। পাল্টে যাচ্ছে পুৃরো অঞ্চল। চেনাই যাচ্ছে না এখানকার অবয়বের চিত্র। বর্তমান সরকারের উন্নয়নের জোয়ারে নতুন রুপে ধরা দিচ্ছে খাগড়াছড়ির চিরচেনা-পরিচিত দীঘিনালা।
স্থানীয় সূত্র জানায়, প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যে ভরা পার্বত্য খাগড়াছড়ি জেলার একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল উপজেলার নাম দীঘিনালা। দীঘিনালা উপজেলার মোট আয়তন ৬৯৪.১২ বর্গ কিলোমিটার। এটি আয়তনের দিক থেকে খাগড়াছড়ি জেলার সবচেয়ে বড় উপজেলা। উপজেলার অধিকাংশ জনগনের দাবী বিগত সময়ের চেয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সারাদেশে উন্নয়নের গণজোয়ার বইছে।
এরই ধারাবাহিকতায় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ও দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম’র আন্তরিক প্রচেষ্টায় ধারাবাহিক অগণিত উন্নয়নে পাল্টে যাচ্ছে দীঘিনালা।পাশাপাশি উপজেলার শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় দীঘিনালা উপজেলা প্রশাসন, দীঘিনালা থানা ও দীঘিনালা সেনা জোনের গুরুত্ব অপরিসীম।
মুজিববর্ষে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে গৃহ নির্মাণ, দীঘিনালা কলেজ সরকারিকরণ, ২টি বেসরকারি কলেজ স্থাপন, সরকারি ও বেসরকারি উচ্চ বিদ্যালয় এবং দাখিল মাদ্রাসাগুলোতে একাডেমিক ভবন নির্মাণ, সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন ও সীমানা প্রাচীর নির্মাণ, উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন, থানা, ফাঁড়ি ও আনসার হেডকোয়ার্টারে ভবন নির্মাণ, ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল (নির্মাণাধীন),অসংখ্য কমিউনিটি স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ, মাইনী নদীর উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেতু নির্মাণ ও নির্মাণাধীন, অসংখ্য রাস্তা-ঘাট, ব্রীজ-কালবার্ট নির্মাণ, সরকারি অর্থায়নে অসংখ্য মন্দির-মসজিদ বিহার-গীর্জা নির্মাণ, গুরুত্বপূর্ণ স্থানে গণশৌচাগার নির্মাণ সহ দীঘিনালা উপজেলায় অসংখ্য ও অগণিত উন্নয়ন দৃশ্যমান হয়েছে।
তাছাড়া বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, ভিজিডি ও ভিজিএফ কার্ডসহ ভাতাভোগীদের সকল প্রকার সুবিধা প্রদান করা হচ্ছে। এককথায় বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নে যেভাবে পাল্টে যাচ্ছে দীঘিনালা উপজেলা তেমনি সকল নাগরিক সুবিধা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে দীঘিনালা উপজেলাবাসী।
১নং মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহমান কবির রতন বলেন, দীঘিনালা উপজেলার প্রতিটি গ্রাম একেকটি শহরে পরিনত হচ্ছে।
দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম বলেন, দীঘিনালার শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তাকে বজায় রাখতে হলে আওয়ামী লীগ সরকারের বিকল্প নাই। বর্তমান সরকার একটি জনবান্ধন সরকার। এছাড়া শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি’র আন্তরিক প্রচেষ্টায় দীঘিনালায় অকল্পনীয় উন্নয়ন সংগঠিত হচ্ছে।
শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, শুধু দীঘিনালা কিংবা খাগড়াছড়ি নয়। বঙ্গবন্ধু কন্যা মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশ নিম্ন মধ্য আয়ের দেশে পরিনত হয়েছে।